Wednesday, August 27, 2025

জল্পনা বাড়ালেন সুনীল মণ্ডল। মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পর এবার পেগাসাস-বিতর্কে তৃণমূল সাংসদদের সঙ্গে ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন বর্ধমান পূর্বের বিজেপি সাংসদ। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন সুনীল মণ্ডল।কয়েকদিন আগেই দিল্লিতে মুকুল রায়ের বাসভবনে গিয়েছিলেন সুনীল। তারও আগে বিধানসভা ভোটের পর বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু মোটেই তা নয়।

সুনীল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি।শুভেন্দুকে নিয়ে একটা কথাও বলতে চাই না।’ এদিন সুনীল মণ্ডল বলেছেন, আমি বিজেপিতে কোনও সদস্যপদও নিইনি। ফোন হ্যাকিং ব্যক্তিগত সত্ত্বায় আঘাত, এটা চরমতম অন্যায়। আমি অমিত শাহের সঙ্গে দেখা করতেই পারি। তাই বলে আমি বিজেপিতে যাচ্ছি ধরে নেওয়া ভুল।

অন্যদিকে, বিজেপি তাঁকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, সুনীল আজ আমদের সঙ্গে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন । শুভেন্দু ভুল বুঝিয়েছিলেন  তাঁকে। তবে সুনীলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা ভোটের পর থেকে সুনীল মণ্ডল বিজেপির প্রতি বেসুরো হলেও তাঁর সাংসদ পদ খারিজের দাবি তোলে তৃণমূল। রাষ্ট্রপতির কাছেও এ নিয়ে আবেদন জানায় তারা। সে অনুযায়ী, দলত্যাগ বিরোধী আইনে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে চিঠিও পাঠায় লোকসভার সচিবালয়।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version