Saturday, November 15, 2025

কোল্ড চেইন প্রকল্পকে উৎসাহ দিতে সরকার কী উদ্যোগ নিচ্ছে? কেন্দ্রকে প্রশ্ন অভিষেকের

Date:

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে ফসল কাটার পর উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য আছে কোল্ড চেইন ব্যবস্থা। এই কোল্ড চেইনকে জনপ্রিয় করার জন্য কেন্দ্র সরকার কি কোনও পদক্ষেপ করেছে? কৃষিপণ্যের ক্ষয়ক্ষতি ও অপচয় রুখতে প্রয়োজনীয় সংখ্যায় কোল্ডচেন(cold chain) তৈরির পাশাপাশি জল ও সারের মতো দুটি গুরুত্বপূর্ণ জিনিসের অপচয় রোধে সরকার কি কোনও পরিকল্পনা নিয়েছে? মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীকে এই দুটি লিখিত প্রশ্ন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

তৃণমূল সাংসদের এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, ফসল কাটার পর ক্ষতি কমাতে এবং কৃষি উৎপাদন মূল্যর সংযোজন বৃদ্ধি করতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক দুটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্প দুটি হল ইন্টিগ্রেটেড কোল্ড চেইন এবং ভ্যালু অ্যাডিশন ইনফ্রাস্ট্রাকচার স্কিম। এই দুই প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার অন্তর্গত । বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই পরিকল্পনার অধীনে মোট ৩৫৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য ২০১৭-১৮ সালের বাজেটে ১৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ছিল। তবে, প্রকৃত খরচ হয়েছিল ১৯৬.১৫ কোটি টাকা। ২০১৮-১৯ সালে প্রস্তাবিত বাজেট ছিল ৪০০ কোটি টাকা। পরে যা সংশোধিত হয়ে দাঁড়ায় ২৭১.৫৯ কোটি টাকা। কিন্তু, প্রকৃত খরচ হয়েছিল ২৪৪.৭৪ কোটি টাকা। ২০১৯-২০ সালে এই প্রকল্পে ২৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ছিল। পরবর্তী ক্ষেত্রে প্রকৃত খরচ হয়েছিল ২৭১.১২ কোটি টাকা। ২০২০-২১ সালে বাজেট প্রস্তাবে বলা হয়েছিল এই প্রকল্পে ৩৪৯.৭১ কোটি টাকা খরচ হবে। পরে প্রকৃত খরচ করা হয়েছিল ২০৭.৪০ কোটি টাকা। ২০২১-২২ সালে ২২৭.৬০ কোটি টাকা খরচের প্রস্তাব দেওয়া হয়। ৩০ জুন পর্যন্ত খরচ হয়েছে ৫৩.৪৫ কোটি টাকা। মাটি, জল, সার প্রভৃতি ক্ষেত্রে ও বেশকিছু ক্ষয়ক্ষতি হয়। তবে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেবিষয়ে জবাব দিতে পারেননি মন্ত্রী।

 

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version