Sunday, November 16, 2025

খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি বিজেপির: কুস্তি খেলুক আদি-নব্যরা, কটাক্ষ কুণালের

Date:

১৬ অগস্ট রাজ্যজুড়ে “খেলা হবে” দিবস (Khela Hobe Divas) পালন করবে রাজ্য সরকার। তার আনুষ্ঠানিক ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাল্টা হিসেবে তার আগে ১৩ অগস্ট রাজ্যজুড়ে ‘’খেলতে’’ নামবে বিজেপি (BJP)। ওইদিন গেরুয়া শিবিরে জেলায় জেলায় কবাডি (Kabadi) বা ফুটবল (Football) প্রতিযোগিতা আয়োজন করার খবর নিয়েছে। স্থানীয় নেতৃত্বকে প্রতিটি বিধানসভা এলাকাতেও এই কর্মসূচির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের “খেলা হবে” দিবসে বিজেপির “খেলতে নামা” নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “ওরা কুস্তি করতে ভালো পারে। ওই খেলাটাই ওরা খেলুক। একদিকে আদি বিজেপি আর একদিকে নব্য বিজেপির খেলোয়াড়রা থাকবে।” এরপরই কুণাল তোপ দেগে বলেন, “১৬ আগস্ট দিনের মাহাত্ম্য জনেই না বিজেপি। এই দিনটি এরাজ্যে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইডেন গার্ডেন্স-এ একটি ঘটনায় বেশকিছু ফুটবল প্রেমিকের মৃত্যু ঘটেছিল এই ১৬ অগাস্ট।  তাঁদের সম্মান জানাতেই ওইদিন খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার।”
এদিকে শুধু খেলাই নয়, ৯ থেকে ১৬ অগস্ট টানা কর্মসূচি নিয়েছে বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, ৯ অগস্ট শহিদ দিবস পালন করবে যুবমোর্চা। একই দিনে বিশ্ব আদিবাসী দিবস পালন করবে দলের তফসিলি মোর্চা। ১০ অগস্ট রাজ্যের সর্বত্র মনীষীদের মূর্তি পরিষ্কারের কর্মসূচি। ১১ অগস্ট রাজ্যের সব বুথ এলাকায় একটি করে গাছ পোঁতা। ১২ অগস্ট সব জেলায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে হবে আইন অমান্য আন্দোলন। ১৩ অগস্ট ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন। ১৪ তারিখ কলকাতা-সহ রাজ্যের ৬ শহরে হবে আলোচনা চক্র। সর্বত্রই ‘’দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ’’ বিষয়ে বক্তব্য রাখবেন জেলা ও রাজ্য নেতারা। পরের দিন স্বাধীনতা দিবস পালনের পরে ১৬ অগস্ট ‘’পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’’ পালন করবে বিজেপি।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version