Saturday, August 23, 2025

খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি বিজেপির: কুস্তি খেলুক আদি-নব্যরা, কটাক্ষ কুণালের

Date:

১৬ অগস্ট রাজ্যজুড়ে “খেলা হবে” দিবস (Khela Hobe Divas) পালন করবে রাজ্য সরকার। তার আনুষ্ঠানিক ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাল্টা হিসেবে তার আগে ১৩ অগস্ট রাজ্যজুড়ে ‘’খেলতে’’ নামবে বিজেপি (BJP)। ওইদিন গেরুয়া শিবিরে জেলায় জেলায় কবাডি (Kabadi) বা ফুটবল (Football) প্রতিযোগিতা আয়োজন করার খবর নিয়েছে। স্থানীয় নেতৃত্বকে প্রতিটি বিধানসভা এলাকাতেও এই কর্মসূচির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের “খেলা হবে” দিবসে বিজেপির “খেলতে নামা” নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “ওরা কুস্তি করতে ভালো পারে। ওই খেলাটাই ওরা খেলুক। একদিকে আদি বিজেপি আর একদিকে নব্য বিজেপির খেলোয়াড়রা থাকবে।” এরপরই কুণাল তোপ দেগে বলেন, “১৬ আগস্ট দিনের মাহাত্ম্য জনেই না বিজেপি। এই দিনটি এরাজ্যে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইডেন গার্ডেন্স-এ একটি ঘটনায় বেশকিছু ফুটবল প্রেমিকের মৃত্যু ঘটেছিল এই ১৬ অগাস্ট।  তাঁদের সম্মান জানাতেই ওইদিন খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার।”
এদিকে শুধু খেলাই নয়, ৯ থেকে ১৬ অগস্ট টানা কর্মসূচি নিয়েছে বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, ৯ অগস্ট শহিদ দিবস পালন করবে যুবমোর্চা। একই দিনে বিশ্ব আদিবাসী দিবস পালন করবে দলের তফসিলি মোর্চা। ১০ অগস্ট রাজ্যের সর্বত্র মনীষীদের মূর্তি পরিষ্কারের কর্মসূচি। ১১ অগস্ট রাজ্যের সব বুথ এলাকায় একটি করে গাছ পোঁতা। ১২ অগস্ট সব জেলায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে হবে আইন অমান্য আন্দোলন। ১৩ অগস্ট ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন। ১৪ তারিখ কলকাতা-সহ রাজ্যের ৬ শহরে হবে আলোচনা চক্র। সর্বত্রই ‘’দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ’’ বিষয়ে বক্তব্য রাখবেন জেলা ও রাজ্য নেতারা। পরের দিন স্বাধীনতা দিবস পালনের পরে ১৬ অগস্ট ‘’পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’’ পালন করবে বিজেপি।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version