Monday, August 25, 2025

পুলিশের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, বেহালায় গ্রেফতার অভিযুক্ত

Date:

ফের শহরের বুকে চাকরি দেওয়ার নামে প্রতারণা (Cheating)। বেকার যুবক-যুবতীদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কলকাতা পুলিশের ARS পরিচয় দিয়ে চাকরির টোপ। কলকাতা পুলিশের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিল। কিন্তু টাকা দিয়েও দিনের পর দিন চাকরি না পেয়ে দল বেঁধে অভিযুক্তের বাড়িতে চড়াও হন প্রতারিতরা। অভিযুক্ত পার্থ দত্তকে আটক করে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে পার্থ। কিন্তু পরে দেখা যায় কাজের কোন খবরই নেই। টাকা ফেরত চেয়েও, পাওয়া যায়নি। এরপর সকলে বুঝতে পারেন তাঁরা
প্রতারিত হয়েছেন। বেহালা থানা এলাকার যে বাড়িতে পার্থ দত্ত ভাড়া থাকত, সেখান থেকেও হঠাৎ উধাও হয়ে যায় সে।
বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তের নতুন ঠিকানায় চড়াও হন সেই প্রতারিতরা। পার্থ দত্তকে আটকে রেখে পর্ণশ্রী থানার পুলিশকে খবর দেওয়া হয়। পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসে।

অভিযুক্ত পার্থ দত্ত যে কলকাতা পুলিশে কাজ করেন, সেটা নাকি তাঁর স্ত্রীর কাছেও অজানা। পার্থ দত্তর বাড়িতে তল্লাশি চালিয়ে সাউথ-ইস্টার্ন রেলের একটি আই কার্ড পেয়েছে। তার বাড়ি থেকে একটি কলকাতা পুলিশের স্টিকার মারা বাইকও পাওয়া গিয়েছে। অভিযুক্ত কি আদৌ পুলিশে চাকরি করে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version