Monday, August 25, 2025

বেলজিয়ামের বিরুদ্ধে হেরে গেল ভারত।টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের। সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলেও এখনই শেষ হয়নি পদক জয়ের আশা। ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন মনপ্রীত সিংহরা। ভারতকে ২-৫ গোলে হারিয়ে দিল বেলজিয়াম।
মঙ্গলবার সকালে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায় ৷ ৪৯ বছর পর অলিম্পিকস হকিতে ফাইনালে ওঠার হাতছানি ৷ দুরন্ত ছন্দে থাকা মনপ্রীত সিং অ্যান্ড কোম্পানিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে হারের মুখ দেখল ভারত ৷ ছেলেদের হকিতে সোনা-রুপো জয়ের স্বপ্নের শেষ এখানেই ৷ তবে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে ৷
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বিশ্ব চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলেননি মনপ্রীতরা ৷ ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন বেলজিয়ামের লোইয়েক লুয়েপার্ত ৷ মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরায় ভারত ৷ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান হরমনপ্রীত ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের চাপ বাড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে লিড নেয় ভারত ৷ মনদীপের সিংয়ের ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামের তিনটি পেনাল্টি কর্নার সেভ করে ভারত ৷ কিন্তু সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ দ্বিতীয় কোয়ার্টারের ৪ মিনিটের মাথায় স্কোর ২-২ করেন ড্র্যাগফ্লিকার আলেক্সজান্ডার হেনড্রিক্স ৷ দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে ফের গোল করেন আলেক্সজান্ডার ৷ শেষ আট মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে লিড দ্বিগুণ করে নেয় বেলজিয়াম ৷

 

ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে আরও একটি গোল করে ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম ৷ সেমিফাইনালে হারলেও মনপ্রীতদের লড়াই মন জয় করে নিয়েছে ৷
হেরে গেলেও ভারতের লড়াইয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে লেখেন, ‘জেতা, হারা জীবনের অঙ্গ। ভারতের ছেলেদের হকি দল অলিম্পিক্সে নিজেদের সেরাটা দিয়েছে। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। ভারত তোমাদের জন্য গর্বিত।’

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version