Wednesday, August 27, 2025

বিনিয়োগ বান্ধব বাংলার কাজের স্বীকৃতি। মিলল স্কচ পুরস্কার। তাও এক-দুটো নয়, চার-চারটে। রাজ্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। ইজ ওফ ডুইং বিজনেস অর্থাৎ বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব বিভিন্ন পদক্ষেপের জন্য আন্তর্জাতিক স্কচ পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।তার মধ্যে ব্যবসার ক্ষেত্রে আদর্শ রাজ্য হিসেবে স্কচ প্ল্যাটিনাম (Skoch Platinum) পুরস্কার জিতে নিয়েছে রাজ্য। রাজ্যের মুখ উজ্জ্বল হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। যে চার ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড ঝুলিতে এসেছে, সেই পরিষেবার সঙ্গে জড়িতদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সরলীকরণ করার কাজ চালিয়ে যাবে বাংলা। গোটা দেশের মধ্যে এ রাজ্যেই সবচেয়ে সহজে ব্যবসা করা যায়। যাঁদের অক্লান্ত প্রচেষ্টায় এই সম্মান এল, তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি”।

 

যে চার ক্ষেত্রে এবার রাজ্য স্কচ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বা শিল্পসাথী প্রকল্প। ব্যবসার শুরুর সময় লালফিতের জট কাটাতে সিঙ্গল উইন্ডো সিস্টেম ‘শিল্পসাথী’ চালু হয়েছে। এবার সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানাল গোটা দেশ। ‘শিল্পসাথী’র পাশাপাশি গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরণের জন্য ‘স্কচ সিলভার’ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে। অনলাইনে ডিড তৈরি, অনলাইনেই তা সাবমিট করার প্রক্রিয়া চালু করার জন্য (ই-নথিকরণ) স্কচ সিলভার পুরস্কার মিলেছে। আর শহরাঞ্চলে অনলাইন সার্টিফিকেট নবীকরণের জন্য ‘স্কচ গোল্ড’ পুরস্কার ও এসেছে রাজ্যের ঝুলিতে। গত কয়েক বছর ধরে সর্বভারতীয় ক্ষেত্রে একের পর এক সাফল্য পেয়েছে বাংলা। পরিবহন-সহ নানা ক্ষেত্রে উন্নতিকরণের কারণেই অন্য রাজ্যগুলিকে টেক্কা দিয়েছে রাজ্য সরকার। সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে একের পর এক পালক।

 

 

 

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version