Wednesday, August 27, 2025

ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্তে টহলদারির সময় বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় শহিদ হন ২ বিএসএফ জওয়ান। নিহতদের মধ্যে একজন বিএসএফের সাব-ইন্সপেক্টর ছিলেন। মঙ্গলবার সকালে আগরতলা থেকে ৯০ কিলোমিটার দূরে ত্রিপুরার ঢালাই জেলায় এই ঘটনাটি ঘটে। এনএলএফটি জঙ্গিরা হামলা করেছে বলে জানা গেছে।

এদিন সকালে ত্রিপুরার ধালাই জেলায় চৌমানু পুলিশ স্টেশনের কাছে আরসি নাথ বর্ডার আউটপোস্টে বিএসএফের জওয়ানরা টহল দেওয়ার সময় আচমকা জঙ্গি হামলা হয় বলে খবর। বিএসএফ সূত্রে জানা গিয়েছে শহিদ সাব ইনস্পেকটরের নাম ভুরু সিং ও কনস্টেবলের নাম রাজ কুমার। পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অরিন্দম নাথ জানিয়েছেন, হামলার সময় এই দুই জওয়ানই সীমান্তে টহলদারি চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা আগে থেকেই ওই এলাকায় গা ঢাকা দিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। তবে হামলার পরে তারা পালিয়ে যায়।

বিএসএফের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিদের সঙ্গে বিএসএফের গুলির লড়াই চলে। তখনই বিএসএফের দুই জওয়ান আহত হন এবং পরে তাঁদের মৃত্যু হয়। রক্তের দাগ দেখে জওয়ানরা অনুমান করছেন, গুলির লড়াইয়ে জঙ্গিরাও জখম হয়েছে। জঙ্গিদের ধরতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version