Saturday, November 8, 2025

বৃষ্টি মাথায় হাঁটু জলে দাঁড়িয়ে দুর্গতদের কথা শুনলেন মুখ্যমন্ত্রী, দিলেন আশ্বাস

Date:

বৃষ্টি মাথায় হাঁটু জলে দাঁড়িয়ে দুর্গত মানুষের কথা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, আকাশপথে হাওড়া এবং হুগলির প্লাবিত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেই কর্মসূচি বাতিল হয়। সড়কপথে উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা হন মমতা। কিন্তু তারপর আর যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। সেখানেই ত্রাণ শিবিরে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। প্রায় হাঁটু জলে দাঁড়িয়ে কথা বলেন প্লাবিত এলাকার মানুষের সঙ্গে। মুষলধারে বৃষ্টি পড়ছে তখন। নিজেই ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে পড়ে বলেন, এটা ম্যাগনেট বন্যা। রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি (DVC)। ঠিক সময় ড্রেজিং করলে পলি জমত না। পলি জমায় প্রয়োজনের তুলনায় বেশি জল ছেড়েছে ডিভিসি- অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে ফুঁসছে নদী। জলস্তর বাড়ায় জল ছাড়ে ডিভিসি। আর তার ফলে প্লাবিত হাওড়ার আমতা (Amta), উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বিস্তীর্ণ এলাকা। আমতার শেহাগরি এলাকাতে প্রথমে যান মুখ্যমন্ত্রী। প্লাবিত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন। ত্রাণসামগ্রীর কোনও অভাব হবে না বলেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। ডিভিসির ছাড়া জলেই উদয়নারায়ণপুরের এমন পরিস্থিতি বলেই জানান মমতা। খাবার ও পানীয় জলের যাতে কোনও অভাব না হয়, জেলা প্রশাসনিক আধিকারিকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

বিজেপির রন্ধ্রে রন্ধ্রে বাংলা-বিদ্বেষ! তাই বাংলাকে কলুষিত করতে এখন বাংলার বিশ্ববন্দিত মনীষীদেরও ছাড়ছে না বিজেপি। কেন্দ্রের বাংলাবিরোধী দলের...

বারাবনির খোলামুখ খনিতে ধসে মৃত্যু, নিখোঁজ ১

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের (Asansole) বারাবনি থানার চরণপুর খোলামুখ কয়লাখনিতে (Barabani Open-pit Mine) ব্যাপক ধস (Collapse)। কয়লা কাটতে...

দোষ ঢাকতে কোপ! কর্তব্যে গাফিলতি, আট BLO-কে শোকজ

৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর-এর ম্যাপিং প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন...

ক্যাপ্টেন হোক: রিচার সংবর্ধনায় প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী, বঙ্গভূষণ-ডিএসপি-র চাকরি-সহ একগুচ্ছ পুরস্কার

উষ্ণ অভিনন্দন। আমি চাই একনম্বর (ক্যাপ্টেন) হোক রিচা। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa...
Exit mobile version