Sunday, November 9, 2025

বিলে কারচুপির অভিযোগ, ‘আমরি’র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

Date:

বিলে কারচুপির অভিযোগে আমরি হাসপাতালকে(amri Hospital) অভিনব শাস্তি দিল রাজ্য স্বাস্থ্য কমিশন(health commission)। রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ওই হাসপাতালের লাগোয়া তিনটি বস্তিতে শিশুদের জন্য মেডিকেল ক্যাম্প(medical camp) করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, ৮ সপ্তাহ ধরে এই ক্যাম্প চালাতে হবে হাসপাতালকে। শুধু তাই নয়, ১২ বছরের কম বয়সীদের জন্য করতে হবে বেবি ফুডের ব্যবস্থা। পাশাপাশি অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে বিনামূল্যে।

জানা গিয়েছে, আমরি হাসপাতালে একই পরীক্ষার জন্য ৩ রকম চার্জ নেওয়া হয়েছে রোগীদের কাছ থেকে। শহরের তিনটি হাসপাতালেই এই অনিয়মিত বিলিংয়ের অভিযোগে মামলা দায়ের হয়। তিনটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাক্রমে- ১ লক্ষ,৬৬ হাজার ৬১২, ১.৫ লক্ষ এবং ৪১ হাজার টাকা ফেরত দিতে এবং কমিশনের বেঁধে দেওয়া নিয়ম মেনে বিল রিভাইস করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। একই সঙ্গে আমরি ঢাকুরিয়ার নিকটবর্তী পঞ্চাননতলা এবং গোবিন্দপুর বস্তি, আমরি সল্টলেকের পাশে দত্তাবাদ বস্তি এবং আমরি মুকুন্দপুরের পাশের একটি বস্তিতে আগামী আট সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে একদিন করে বিনামূল্যে পেডিয়াট্রিক কাউন্সিলিং ও হেলথ চেকআপ ক্যাম্প চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version