ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ আজ ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় । সেইসঙ্গে আগামিকাল নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী তিনদিন উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।