Tuesday, May 20, 2025

রাহুলের পর দিল্লিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধিদলের

Date:

দিল্লিতে(Delhi) নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে গোটা দেশ। দোষীদের শাস্তির পাশাপাশি গোটা ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের(home ministry) হাতে থাকা দিল্লির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এলো তৃণমূলের প্রতিনিধি দল। এই দলে ছিলেন তৃণমূল(TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শান্তা ছেত্রী ও মৌসম বেনজির নূর।

বুধবার বিকেলে নির্যাতিতার বাড়ি গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের তিন সাংসদ। দীর্ঘক্ষন নির্যাতিতার মায়ের সঙ্গে কথা হয় তাদের। হতভাগ্য ওই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সাংসদরা। প্রসঙ্গত, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে দেখা করেছি। পরিবার কেবল ন্যায়বিচায় চায়। আমি ওঁদের আশ্বস্ত করেছি যতদিন না ওঁরা ন্যায় পাচ্ছেন, আমি ওঁদের সঙ্গে রয়েছি।’

উল্লেখ্য, গত রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মা-কে বলে শ্মশানের কুলার থেকে ঠান্ডা জল আনতে গিয়েছিল দিল্লির নাঙ্গেলি গ্রামের ন বছরের ওই বালিকা। সেখানেই তাকে গণধর্ষণের পর খুন করার অভিযোগ উঠেছে ওই শ্মশানের এক পুরোহিত ও তার ৩ সাগরেদের বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর ওই নাবালিকার দেহ পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। চূড়ান্ত অমানবিক, নৃশংস এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে এসব মহল থেকেই। মঙ্গলবার এই ইস্যুতেই দিল্লির নিরাপত্তার দায়িত্বে থাকা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

 

Related articles

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল...

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...
Exit mobile version