Sunday, August 24, 2025

আজ থেকেই খুলে যাচ্ছে আইনক্স (Inox ) । আগামী সপ্তাহে খুলে যাবে কলকাতার বাকি সিনেমা হলগুলিও (other single screen hall) । এমনটাই জানানো হয়েছে ইম্পা (eastern motion pictures association) সূত্রে। দীর্ঘদিন পর হল খুলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই প্রবল উৎসাহী সিনেমাপ্রেমীরা (movie lovers are very excited)। সিনেমা হলে বসে সিনেমা দেখার আনন্দ থেকে বেশ কয়েক মাস বঞ্চিত ছিলেন সিনেপ্রেমীরা। আইনক্স কর্তৃপক্ষ জানিয়েছে

বৃহস্পতিবার খুলছে কলকাতা ও সংলগ্ন আইনক্সের ছটি হল। প্রথম দফায় সিটি সেন্টার ১, লিলুয়া, মেট্রো, মধ্যমগ্রাম, স্বভূমি ও কোয়েস্ট মলে খুলবে । তবে এখন শুধুইই-টিকিট। জানানো হয়েছে, সরকারি কোভিড বিধি মেনে হল পরিচালিত হবে। দর্শক সংখ্যা থাকবে ৫০ শতাংশের মধ্যে। প্রতি

আধ ঘণ্টা অন্তর স্যানিটাইজ করা হবে চেয়ারের হাতল, সিড়ির হাতল ও দেওয়াল। আর শো শেষ হয়ে গেলে পুরো প্রেক্ষাগৃহ স্যানিটাইজ করা হবে।

ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেছেন, সিনেমা শিল্পের সঙ্গে লক্ষাধিক মানুষের রুজি রোজগারের প্রশ্ন জড়িত। তাই সিনেমা হলগুলো খোলা খুব প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রীকে সিনেমা হল খোলার জন্য চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী সেই অনুমতি দেওয়ায় আমরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।

আইনক্স কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকার ৩১ জুলাই থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র দিয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির অভাবে ওই দিন থেকে প্রেক্ষাগৃহ খোলা সম্ভব হয়নি। এই মুহূর্তে যেহেতু নতুন কোনও বাংলা বা হিন্দি ছবি মুক্তি পায়নি বা সম্ভাবনাও নেই। তাই

আপাতত হলিউডের ছবি দিয়েই দর্শকদের হলমুখী করার ভাবনা মাল্টিপ্লেক্সগুলিরর। অন্যদিকে সিঙ্গলস্ক্রিনের মালিকরা দর্শক টানতে চাইছেন পুরনো বাংলা ও হিন্দি ছবি দিয়ে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version