Friday, November 7, 2025

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) হকিতে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় পুরুষ দলের( india hockey team)। এদিন ব্রোঞ্জ পদক ম‍্যাচে তারা হারাল জার্মানিকে( Germany)। ম‍্যাচের ফলাফল ৫-৪। ৪১ বছর পর ফের পদক জয়ের ভারতের।

ম‍্যাচের শুরু থেকেই চলে এদিন লড়াই। সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হারের পর, এদিনের ম‍্যাচে আক্রমণাত্মক খেলতে শুরু করে মনপ্রীত সিং, হার্দিক সিংরা। ম্যাচের ২ মিনিটের মাথায় একটি গোলে এগিয়ে যায় তারা জার্মানি। পাল্টা আক্রমণ চালায় ভারত। ম্যাচের ৭ মিনিটের মাথায় একটি পেনাল্টি পায় টিম ইন্ডিয়া। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। লড়াই শুরু হয় দ্বিতীয় কোয়ার্টারে। কোয়ার্টারের শুরুতেই দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে মনপ্রীতরা। ম্যাচের ১৭ মিনিটের মাথায় গোল করে ভারতকে সমতায় নিয়ে আসে সিমরনজিৎ সিং। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় জার্মানি। ম্যাচের ২৪ ও ২৫ মিনিটের মাথায় পরপর দুটি গোল করে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ২৭ মিনিটের মাথায় একটি পেনাল্টি থেকে গোল পায় ভারত। ভারতের হয়ে গোলটি করেন হার্দিক সিং। আর তার দুই মিনিট পরে আরও এক পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত সিং। ম্যাচের স্কোর হয় ৩-৩। ম‍্যাচের তৃতীয় কোয়ার্টারে ৩১ মিনিটে দুরন্তভাবে ফিরে আসে। ৩৪ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত সিমরনজিৎ সিংয়ের গোলে ৫-৩ গোলে এগিয়ে যায় মেন ইন ব্লু-রা। পঞ্চম কোয়ার্টারের শুরুতে ৪৮ মিনিটে লুকাস ওয়েটফিডারের গোলে ব্যবধান কমায় জার্মানি। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫-৪ গোলে জয়লাভ করে ভারত।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version