Friday, August 22, 2025

নেত্রী মমতা-সেনাপতি অভিষেক: ত্রিপুরায় মানুষের মহাজোটের বার্তা কুণালের

Date:

“ভিক্ষা নয় চাইছি ঋণ, ত্রিপুরায় মানুষের মহাজোটকে জোড়া ফুল চিহ্নে আশীর্বাদ দিন”- এই স্লোগানকে সামনে রেখেই তৃণমূলের #এবার ত্রিপুরা। ২০২৩-এ সে রাজ্যে সরকার গঠনের যে বার্তা তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) দিয়ে এসেছেন তারই ভিত মজবুত করতে সেখানে গিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার, বিধানসভা কেন্দ্রভিত্তিক উদ্বাস্তুদের নিয়ে বৈঠকে তিনি বলেন, কোনো ব্যক্তির আসা যাওয়ার উপর এবার ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যত নির্ভর করবে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সেনাপতিত্বে ভূমিপুত্রদের নিয়েই সরাসরি মানুষের মহাজোট হবে ত্রিপুরায় (Tripura)।
কুণালের অভিযোগ, বিজেপির শাসনকালে ত্রিপুরায় শিক্ষক, সরকারি কর্মচারী, উদ্বাস্তু-নমঃশূদ্ররা চরমভাবে অবহেলিত। ত্রিপুরার প্রাক্তন শাসকদল বামেদেরকেও একহাত নিয়েছেন কুণাল। তাঁর মতে, মেহনতি মানুষের হয়ে লড়াই করতে ভুলে গিয়েছে বামেরা। আর বর্তমান শাসকদল বিজেপি রাজ্যটাকে ঢোবাচ্ছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরার মানুষকে জোট বদ্ধ হয়ে সংগ্রামের আহ্বান জানিয়েছেন কুণাল। তিনি বলেন, “তৃণমূল আপনাদের পাশে থেকে লড়াই করবে”।
 এই সফরে একাধিক বাম নেতা ও সংগঠনের সঙ্গে তাঁর কথা হয়। কুণাল ঘোষ বলেন, বামেরা বিজেপিকে রুখতে ব্যর্থ। দিল্লি এবং বাংলায় দুজায়গায় তারা দুর্বলতম। সুতরাং ত্রিপুরায় বিজেপিকে হটাতে জোড়াফুলই একমাত্র বিকল্প। সুতরাং বামেদের দিয়ে ভোট নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক।

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version