Wednesday, November 12, 2025

নেত্রী মমতা-সেনাপতি অভিষেক: ত্রিপুরায় মানুষের মহাজোটের বার্তা কুণালের

Date:

“ভিক্ষা নয় চাইছি ঋণ, ত্রিপুরায় মানুষের মহাজোটকে জোড়া ফুল চিহ্নে আশীর্বাদ দিন”- এই স্লোগানকে সামনে রেখেই তৃণমূলের #এবার ত্রিপুরা। ২০২৩-এ সে রাজ্যে সরকার গঠনের যে বার্তা তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) দিয়ে এসেছেন তারই ভিত মজবুত করতে সেখানে গিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার, বিধানসভা কেন্দ্রভিত্তিক উদ্বাস্তুদের নিয়ে বৈঠকে তিনি বলেন, কোনো ব্যক্তির আসা যাওয়ার উপর এবার ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যত নির্ভর করবে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সেনাপতিত্বে ভূমিপুত্রদের নিয়েই সরাসরি মানুষের মহাজোট হবে ত্রিপুরায় (Tripura)।
কুণালের অভিযোগ, বিজেপির শাসনকালে ত্রিপুরায় শিক্ষক, সরকারি কর্মচারী, উদ্বাস্তু-নমঃশূদ্ররা চরমভাবে অবহেলিত। ত্রিপুরার প্রাক্তন শাসকদল বামেদেরকেও একহাত নিয়েছেন কুণাল। তাঁর মতে, মেহনতি মানুষের হয়ে লড়াই করতে ভুলে গিয়েছে বামেরা। আর বর্তমান শাসকদল বিজেপি রাজ্যটাকে ঢোবাচ্ছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরার মানুষকে জোট বদ্ধ হয়ে সংগ্রামের আহ্বান জানিয়েছেন কুণাল। তিনি বলেন, “তৃণমূল আপনাদের পাশে থেকে লড়াই করবে”।
 এই সফরে একাধিক বাম নেতা ও সংগঠনের সঙ্গে তাঁর কথা হয়। কুণাল ঘোষ বলেন, বামেরা বিজেপিকে রুখতে ব্যর্থ। দিল্লি এবং বাংলায় দুজায়গায় তারা দুর্বলতম। সুতরাং ত্রিপুরায় বিজেপিকে হটাতে জোড়াফুলই একমাত্র বিকল্প। সুতরাং বামেদের দিয়ে ভোট নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version