Monday, August 25, 2025

করোনা আবহে দীর্ঘকাল বন্ধ থাকার পর ভক্তদের জন্য খুলছে জগন্নাথ মন্দির। আগামী ১৬ তারিখই মন্দির খোলা হবে। তবে করোনা বিধি মেনেই মন্দিরে ঢুকতে পারবেন দর্শনার্থীরা।শুধু তাই নয়, মন্দিরে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

চলতি মাসেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারই মাঝে খুলতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। মন্দির খলার বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মন্দির প্রশাসনের মুখ্য প্রশাসক কৃষ্ণ কুমার জানান, আগামী ১৬ তারিখ থেকে ৫ দিন পুরীর বাসিন্দারা ঠাকুর দর্শন করতে পারবেন। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা রাখা হবে জানানো হয়েছে। পাশাপাশি অনান্য দ্ররশনার্থীরাও চলতি মাসের ২৩ তারিখ থেকে মন্দিরে প্রবেশের সুযগ পাবেন। তবে থাকতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। এছাড়াও শনি ও রবিবার মন্দির পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়াও মানতে হবে বেশ কিছু নিয়ম। ভ্যাকসিন একটা ডোজ থাকলে হবে না। ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট থাকতে হবে। আর তা না থাকলে, RT-PCR টেস্টের রিপোর্ট নেগেটিভ দেখানো বাধ্যতামূলক। আর তা ৯৬ ঘণ্টার মধ্যেই হতে হবে। তবেই তা গ্রাহ্য হবে।

প্রসঙ্গত, করোনার জেরে এবারে পুরীর রথযাত্রার সময়  প্রথা মেনে পুজোর্চনা হলেও ভক্তদের জমায়েতের ওপরে কড়া বিধিনিষেধ আরোপিত হয়। এমনকী মন্দির কর্তৃপক্ষ ছাড়া অন্য কাউকেই রথযাত্রায় অংশ নিতে দেওয়া হয়নি।

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version