Monday, August 25, 2025

দেশের করোনা পরিস্থিতি(covid situation) বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই অবস্থায় একে একে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কিছু রাজ্য। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে স্কুল খোলার বিষয়ে রাজ্যের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের(Abhijit Vinayak Banerjee) সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন, পুজোর পর থেকে করোনা বিধি মেনে স্কুল খোলা হবে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর ছুটির পর পর্যায়ক্রমে রাজ্যে স্কুল খোলার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। সে ক্ষেত্রে করোনা বিধি মেনে একদিন অন্তর স্কুল চালু করা হতে পারে। তবে কত সংখ্যক ছাত্র-ছাত্রীকে নিয়ে স্কুল খুলবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। যদিও মুখ্যমন্ত্রী জানান, পুজোর ছুটির পর সাংবাদিক বৈঠক করে স্কুল খোলার বিষয়টি স্পষ্ট করে জানানো হবে।

আরও পড়ুন:‘কেন্দ্র ভ্যাকসিন দিতে ব্যর্থ’, স্পষ্ট জানালেন নোবেলজয়ী

এর পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকের পর রাজ্য টিকার অভাবের জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পেয়েছে রাজ্য। তিনি বলেন, জনসংখ্যার নিরিখে যদি দেখা যায় তাহলে গুজরাট, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলি অনেক বেশি টিকা পেয়েছে। বাংলা সে তুলনায় কম। প্রতিদিন ১১ লক্ষ ভ্যাকসিন দিতে পারে বাংলা। কেন্দ্র ভ্যাকসিন না পাঠালে, আমরা বাজার থেকে কিনতে পারছি না। আগে অনেক ভ্যাকসিন কেনা হয়েছিল, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, বঙ্গে টিকা নষ্ট হওয়ার ঘটনা যে অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক কম সেটাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।

 

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version