Thursday, August 28, 2025

নিজেকে ফের “সাংসদ প্রতিপন্ন” করতে তহবিল থেকে বরাদ্দ ঘোষণা বাবুলের

Date:

সদ্য রাজনীতি ছেড়েছেন আসানসোলের দুবারের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।(Babul Supriyo) এ নিয়ে ফেসবুকে(Facebook Post) বিস্তারিত পোস্টও করেছিলেন তিনি। কিন্তু এবার নিজেকে সাংসদ হিসেবে প্রতিপন্ন করতে নিজের এলাকায় উন্নয়নের বার্তা দিলেন সুপ্রিয় বাবুল। ফেসবুকে পোস্টে লিখলেন, ‘তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে High Mast light লাগানোর অনুমোদন দিলাম আমার সাংসদ তহবিল থেকে। আশা করি State Government-এর Executive Agency পুজোর আগেই এই কাজগুলি সমাপ্ত করবেন’।

মোদি সরকারের মন্ত্রী ছিলেন আসানসোলের দু’বারের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। দলের নির্দেশে মন্ত্রীপদ থেকে ইস্তফা দিতে হয়েছে। তখন থেকেই বেশ কিছুটা ‘বেসুরো’ হয়ে পড়েছিলেন বাবুল। দিন কয়েক আগে ফেসবুক পোস্ট করে রাজনীতি থেকে সরে আসার কথা জানান বিজেপি সাংসদ। ফেসবুকে লেখেন, “সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর…। বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গেছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওঁরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন।’ ঘণ্টাখানেক বাদে ওই পোস্টেই সংযোজন, ‘হ্যাঁ, সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি’।

কিন্তু বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে কথা বলে কিছুটা নরম কেটে যান বাবুল। নাড্ডার সঙ্গে দেখা করার পর বাবুল জানান, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। রাজনীতি থেকে সরে এলেও সাংসদ হিসেবে যে তিনি সবসময় মানুষের পাশে আছেন এদিন সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন বাবুল।

শুক্রবার নিজের ফেসবুকে বাবুল লেখেন:-

“বেশ কয়েকটি এলাকার মানুষ, FaceBook-এর মাধ্যমে আমাকে অনুরোধ জানিয়েছিলেন এলাকার মানুষের সুবিদার্থে High Mast Light লাগানোর কথা বিবেচনা করতে। তার মধ্যে তিনটি গুরুত্বপুর্ন মোড়ে High Mast light লাগানোর অনুমোদন দিলাম আমার সাংসদ তহবিল থেকে। আশাকরি State Government-এর Executive Agency পুজোর আগেই এই কাজগুলি সমাপ্ত করবেন।

PS: যাঁরা লিখেছেন পাঁচ লক্ষ টাকা অনেক বেশি, তাঁদের বলি যে, MPLAD FUND-এর সব কাজের টেন্ডার ডাকে Executing Authority, অর্থাৎ এক্ষেত্রে Asansol Corporation বা ADDA.. যে টাকাটা বাঁচে সেটা automatically সাংসদ তহবিলে (MPLAD Fund-এ) ফেরত চলে যায় | সেই টাকা তখন আমরা অন্য কোনো কাজে সদ্ব্যবহার করি..
Yours Truly
Pinaki Ranjan Sarkar
PS to Shri Babul Supriyo

#LetThereBeLight
#মানুষের_টাকায়_মানুষের_কাজ”

আরও পড়ুন- মনে চাপ বাড়ছে পড়ুয়াদের, স্কুল খোলা হোক: কেন্দ্র-রাজ্যদের পরামর্শ মনোচিকিৎসকদের

 

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version