Wednesday, November 12, 2025

অন্ডালে একটি ষাঁড়ের মৃত্যু ঘিরে প্রতিবাদী পশুপ্রেমীরা

Date:

অন্ডালে( Andal) ঘুমপাড়ানি ইঞ্জেকশনে ষাঁড় ‘বাহুবলী’র (death causes of ox) মৃত্যু হয়েছে। কী কারণে এবং কীভাবে ওই ষাঁড়টির মৃত্যু হল তা নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়েছে। পশুপ্রেমীদের একাংশের অভিযোগ ঘুমপাড়ানি ওষুধের মাত্রার হেরফের হয়ে যাওয়ায় ষাঁড়টির মৃত্যু হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিডিও। তাঁর দাবি, বয়সজনিত কারণে শারীরিক দৌর্বল্য, রক্তাল্পতা-ইত্যাদি সমস্যা ছিল ষাঁড়টির।

অন্ডাল সাউথ বাজার রয়েলিটি মোড় এলাকায়় গত কয়েকদিন ধরেই ‘ বাহুবলী’ ষাঁড়টি উৎপাত শুরু করেছিল। তার তাণ্ডবে রীতিমত আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। ষাঁড়টির আক্রমণে গত এক সপ্তাহে ৬ জন আহত হয়েছে। তার মধ্যে ৩ জনের জখম বেশ গুরুতর। বুধবার সন্ধেয় ষাঁড়টি আচমকা আক্রমণ করে এলাকার বাসিন্দা রাজু জসওয়াল নামে এক যুবককে। পেটে শিং ঢুকে যাওয়ায় মারাত্মক জখম হন তিনি। বর্তমানে ওই যুবক বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পেটে ৬টি সেলাই হয়েছে। তারপরেই স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বৃহস্পতিবার সন্ধেয় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় গিয়ে ষাঁড়টিকে পাকড়াও করা হয়। তখন ঘটনাস্থলে ছিলেন অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস, অন্ডাল থানার পুলিশ আধিকারিক শান্তনু অধিকারী এবং অন্যান্যরা। ষাঁড়টিকে দড়ি দিয়ে বেঁধে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দেওয়া হয়। তার কিছুক্ষণ পরই ষাঁড়টি নিস্তেজ হয়ে পড়ে। ৪ ঘণ্টা পর ষাঁড়টিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version