Saturday, August 23, 2025

বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদারের (Jay prakash Majumder) নামে গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল। এই মর্মে বিধাননগর উত্তর থানায় (Bidhannagar North PS) তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান বাগদার (Bagda) এক বাসিন্দা। সেখানে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তির নাম অরূপ রতন রায় (Arup Ratan Roy)

জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য একটা সময় জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই পরিচয়ের সুবাদে তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে বলে অরূপ রতন রায়কে
জানিয়েছিলেন জয়প্রকাশবাবু। এবং উত্তর ২৪ পরগণার বাগদা এলাকায় ইন্ডিয়ান অয়েল গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিনিময়ে সল্টলেকে নিজের অফিসে বসে গত ১২ জানুয়ারি নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা অরূপ রতন রায়ের থেকে নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার।

অরূপ রতন রায়ের আরও অভিযোগ, এরপর থেকে লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি।

অরূপ রতন রায়ের সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এর কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যেখানে ওই ব্যক্তির সঙ্গে বিজেপি রাজ্য সহ-সভার সভাপতির বিধানসবা ভোটে টিকিট বন্টন সংক্রান্ত আলোচনাও শোনা গিয়েছে। ওই ব্যক্তি জয়প্রকাশ মজুমদার-এর কাছে ভোটে দাঁড়ানোর আবদার করছেন। আবার গ্যাসের লাইসেন্স নিয়েও দু’জনের মধ্যে কথাবার্তা চলছে। যদিও এই অডিও ক্লিপ-এর সত্যতা যাচাই করা হয়নি।

এবিষয়ে জয়প্রকাশবাবু জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন অরূপ রতন। একাধিকবার টাকা চেয়ে এই ব্যক্তি তাঁকে ব্ল্যাকমেল ও হেনস্তা করেন বলেও অভিযোগ বিজেপি নেতার। বিষয়টি নিয়ে অভিযোগকারীর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় পাল্টা একটি লিখিত অভিযোগও দায়ের করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি।

 

 

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version