এখনও জলমগ্ন খানাকুল, ত্রাণশিবিরেও জল থাকায় সমস্যায় দুর্গতরা

প্লাবিত এলাকার বেশিরভাগ জায়গা থেকেই জল নামতে শুরু করলেও এখনও জলমগ্ন হুগলির খানাকুল (Khanakul)। পরিস্থিতি এমনই যে ত্রাণশিবিরও জলমগ্ন। ফলে প্লাবন থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার জায়গাতে গিয়েও আতান্তরে দুর্গতরা। খানাকুলের মারোখান পঞ্চায়েতের হানুয়ারে গোটা ফ্লাড-শেল্টারটাই (Flood-Shelter) জলবন্দি। সেখানে আশ্রয় নিয়েছে পাঁচটি পরিবার। তার মধ্যে একটি পরিবারের দুই শিশু অসুস্থ। কিন্তু জলের মধ্যে তাকে চিকিৎসার নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

 

হুগলি (Hoogli) জেলা প্রশাসন সূত্রে খবর, খানাকুলে ত্রাণ শিবির রয়েছে ৩টি পঞ্চায়েতে। তার বাইরে বিভিন্ন স্কুলে ফ্লাড শেল্টার করা হয়েছে। কিন্তু সরকারি ফ্লাড শেল্টার জলের তলায় বলে জানান হুগলি জেলা পরিষদ সদস্য মুন্সি নজবুল করিম।

বৃহস্পতিবার বৃষ্টি কমলেও খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। একাধিক এলাকায় স্কুলবাড়ির বেশিরভাগ অংশ ডুবে রয়েছে। জলবন্দি পরিবারকে উদ্ধার করতে এয়ারলিফ্ট করেছে বায়ুসেনা। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় বিলি করা হয় শুকনো খাবার ও পানীয় জল।

 

 

Previous articleকমিশনের রাজ্য দফতরে গিয়ে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার জোরালো দাবি জানালো তৃণমূল
Next articleঅলিম্পিক্সে সেমিফাইনালে হার বজরং পুনিয়ার