Monday, November 17, 2025

ধানবাদে বিচারকের রহস্যমৃত্যুর ঘটনায় সুপ্রিম ভর্ৎসনার মুখে সিবিআই

Date:

ধানবাদে বিচারকের রহস্যমৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে এদিন নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিচারকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে সিবিআই বা কোনও তদন্তকারীই সঠিক প্রতিক্রিয়া দিচ্ছে না।

ধানবাদে প্রাতঃভ্রমণে বেরিয়ে অটোর ধাক্কায় বিচারক উত্তম আনন্দের মৃত্যুর ঘটনায় তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। অভিযোগ, অতিরিক্ত জেলা বিচারককে ইচ্ছাকৃত গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে।

এদিন শীর্ষ আদালত, সিবিআইকে প্রশ্ন করে, বিচারকদের বিভিন্ন সময় যে হুমকি দেওয়া হয় সেই ঘটনার ক্ষেত্রে সিবিআই কী পদক্ষেপ করেছে? এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চ (Division Bench) বলে, অভিযোগ জানালেও সিবিআই কিছুই করছে না। সিবিআইয়ের স্বভাবে কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না।

ঝাড়খন্ডের বিচারকের মৃত্যু রাজ্যের চরম ব্যর্থতা বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। যেখানে স্থানীয় কোল মাফিয়ারা রয়েছে, সেখানে সমাজ ও বিচারকদের উপযুক্ত নিরাপত্তার প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ৯ অগাস্ট।

আরও পড়ুন- নিজেকে ফের “সাংসদ প্রতিপন্ন” করতে তহবিল থেকে বরাদ্দ ঘোষণা বাবুলের

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version