Wednesday, November 5, 2025

মামলার দোহাই,  পেগাসাস নিয়ে এখন কোনও আলোচনা চায় না কেন্দ্র

Date:

পেগাসাস ইস্যুতে উত্তাল সংসদের বাদল অধিবেশন। অথচ সেই বিতর্কিত বিষয় নিয়ে সংসদে অন্তত এখন কোনও আলোচনাই হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

আসলে মামলার দোহাই দিয়ে পুরো বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার । কার্যত আজকের এই সিদ্ধান্তে তারা পরোক্ষে  স্বীকার করে নিল,  যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যা নয়।

সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই তা নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল বিরোধীরা। পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে সাসপেন্ড হয়েছেন একাধিক সাংসদ। কিন্তু তারপরও সংসদে পেগাসাস নিয়ে কোনও আলোচনা করতে রাজি নয় কেন্দ্র। এমনটাই শুক্রবার সংসদে জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার।
কেন্দ্রের দাবি, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পেগাসাস নিয়ে মামলা চলছে। কোনও বিচারাধীন বিষয় নিয়ে তাই আলোচনা হবে না সংসদে। যদিও বিরোধীরা তা মানতে নারাজ। তাঁরা নিজেদের পুরোনো দাবিতেই অটল রয়েছেন।
এদিন সংসদের অধিবেশনের শুরুর পর থেকেই ফের পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে সরব হয় বিরোধীরা। পরিস্থিতি দেখে সংসদের দুই অধিবেশনই সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায়। বিরোধীদের অভিযোগ, সত্য সামনে চলে আসার ভয়েই পেগাসাস নিয়ে আলোচনা চাইছেন না নরেন্দ্র মোদি, অমিত শাহরা। যদিও বিজেপির পাল্টা দাবি, সংসদে আলোচনা করতে চায় না বিরোধীরা।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version