Saturday, August 23, 2025

ফেক নিউজ ছড়িয়ে উত্তেজনা তৈরির অভিযোগ, পুলিশ জেরার মুখে অগ্নিমিত্রা

Date:

এবার অস্বস্তিতে বিজেপি (BJP) মহিলা মোর্চা সভানেত্রী তথা বিধায়ক (MLA) অগ্নিমিত্রা পাল। সোশ্যাল মিডিয়ায় “ফেক নিউজ” (Fake News) ছড়িয়ে উত্তেজনা তৈরি করার অভিযোগে এবার পুলিশি জেরার মুখে পড়তে হলো আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার (Post Poll Violence) দাবি করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন বিজেপি নেতারা। সেই সময়ই নিজের টুইটার হ্যান্ডেল থেকে বীরভূমের (Birbhum) রাজনৈতিক হিংসার দাবি করেন অগ্নিমিত্রা পলও।

তিনি নারী নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর সেই সেই টুইটার মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জেলাতে উত্তেজনাও তৈরি হয়। কিন্তু তদন্তে নেমে পুলিশ পাল্টা দাবি করে, অগ্নিমিত্রার অভিযোগের সঙ্গে বাস্তবের কোনও মিল ছিল না। কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এমন পোস্টের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে জেলায়। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরপরই ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বিজেপি নেত্রীকে নোটিশ দিয়ে হাজিরা দিতে বলেন। তারই প্রেক্ষিতে আজ, শুক্রবার সকালে সিউড়িতে জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে অগ্নিমিত্রা জেলা পুলিশ সুপার (SP) নগেন্দ্রনাথ ত্রিপাঠির (Mahendra nath Tripathi) কাছে হাজিরা দেন। অগ্নিমিত্রাকে প্রায় ৩০ মিনিট জেরা করেন জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশের বেশ কয়েকজন কর্তা।

এদিকে জেলা পুলিশের দফতর থেকে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, “আমি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। তাই রাজ্যের প্রতিটি জেলা থেকেই অনেক মহিলা আমাকে ফোন করেন। ভোটের পর সেভাবেই বীরভূম থেকে বেশ কয়েকজন মহিলা আমাকে ফোন করে তাঁদের উপর শারীরিক নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই আমি টুইট করেছিলাম। বিষয়টি ইতিমধ্যেই মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন খতিয়ে দেখছে।”

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ১

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version