Monday, November 3, 2025

ফেক নিউজ ছড়িয়ে উত্তেজনা তৈরির অভিযোগ, পুলিশ জেরার মুখে অগ্নিমিত্রা

Date:

এবার অস্বস্তিতে বিজেপি (BJP) মহিলা মোর্চা সভানেত্রী তথা বিধায়ক (MLA) অগ্নিমিত্রা পাল। সোশ্যাল মিডিয়ায় “ফেক নিউজ” (Fake News) ছড়িয়ে উত্তেজনা তৈরি করার অভিযোগে এবার পুলিশি জেরার মুখে পড়তে হলো আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার (Post Poll Violence) দাবি করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন বিজেপি নেতারা। সেই সময়ই নিজের টুইটার হ্যান্ডেল থেকে বীরভূমের (Birbhum) রাজনৈতিক হিংসার দাবি করেন অগ্নিমিত্রা পলও।

তিনি নারী নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর সেই সেই টুইটার মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জেলাতে উত্তেজনাও তৈরি হয়। কিন্তু তদন্তে নেমে পুলিশ পাল্টা দাবি করে, অগ্নিমিত্রার অভিযোগের সঙ্গে বাস্তবের কোনও মিল ছিল না। কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এমন পোস্টের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে জেলায়। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরপরই ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বিজেপি নেত্রীকে নোটিশ দিয়ে হাজিরা দিতে বলেন। তারই প্রেক্ষিতে আজ, শুক্রবার সকালে সিউড়িতে জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে অগ্নিমিত্রা জেলা পুলিশ সুপার (SP) নগেন্দ্রনাথ ত্রিপাঠির (Mahendra nath Tripathi) কাছে হাজিরা দেন। অগ্নিমিত্রাকে প্রায় ৩০ মিনিট জেরা করেন জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশের বেশ কয়েকজন কর্তা।

এদিকে জেলা পুলিশের দফতর থেকে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, “আমি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। তাই রাজ্যের প্রতিটি জেলা থেকেই অনেক মহিলা আমাকে ফোন করেন। ভোটের পর সেভাবেই বীরভূম থেকে বেশ কয়েকজন মহিলা আমাকে ফোন করে তাঁদের উপর শারীরিক নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই আমি টুইট করেছিলাম। বিষয়টি ইতিমধ্যেই মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন খতিয়ে দেখছে।”

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ১

 

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version