Monday, November 10, 2025

লড়তে নামা তো দূরের কথা, আপাতত ‘শত্রু’ খুজতেই নাজেহাল সিপিএম৷

নিজেদের তৈরি করা ‘বিজেমূল’ তত্ত্ব নিয়ে দলের অন্দরে বিতর্ক কিছুতেই মিটছেনা৷ কে বড় শত্রু, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলাদা আলাদা কথা বলে চলেছে আলিমুদ্দিনের নেতারা৷

এবার সরাসরি প্রকাশ্যে চলে এসেছে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমের তরজা৷
জানা গিয়েছে, মুজফফর আহমেদের জন্মদিবসের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস বিজেপি-কে এক সারিতে রেখে চলা নিয়ে ভুল স্বীকার করেছেন রাজ্য সম্পাদক। আর তখনই সূর্যকান্ত মিশ্রের কথা উড়িয়ে বিজেমূল তত্ত্বের পক্ষেই সওয়াল করেছেন মহম্মদ সেলিম। জানা গিয়েছে, বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএমের রাজ্য সম্পাদক বোঝানোর চেষ্টা করেন, এই মুহুর্তে দলের ‘বড় শত্রু’ বিজেপি-ই। একুশের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল ও বিজেপি-কে একাসনে বসিয়ে ‘ব্লান্ডার’ করা হয়েছে৷ দু’জনেই বলেছেন, এই দুই দলকে সিপিএম এক চোখে দেখে না। স্পষ্ট বলেন, সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে কোনও সমস্যাই নেই বামেদের।

আর এর পরেই নিজের ভাষণে মহম্মদ সেলিম সরাসরি উড়িয়ে দেন বিমান-সূর্যের অভিমত৷ পুরোপুরি উল্টো সুরে সেলিম বলেন, “এখন তো দেখছি অনেকে বলছেন বিজেমূল তত্ত্ব না’কি ভুল ছিল। কংগ্রেস-নকশাল যৌথ অভিযানের সময় আমরা কংশাল শব্দটা প্রয়োগ করেছি। দুটো আলাদা উদ্দেশ্য হলেও বিষয়টা এক। বিজেমূল কথা ভুল নয়”৷ সূর্যকান্ত অন্য সুরে বলেন, “হ্যাঁ, এটা ঠিক যে আমরাই বলেছি দুই দল একসঙ্গে ঘর করেছে। কিন্তু, এবারের বিধানসভা ভোটে তাঁরা এক হয়ে লড়েনি। বিজেপি এবং তৃণমূল একে অপরকে হারানোর জন্যই লড়েছে।”

আরও পড়ুন:হাওড়ায় বন্যা দুর্গত মানুষের পাশে অরূপ, দিলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ

দুই নেতার তরজায় বিভ্রান্ত দলের নেতা,কর্মী ও সমর্থকরা৷ তাঁরা এটা ভালোভাবে নেননি৷ রাজ্যে শূন্যে নেমে এসেও এই কাজিয়াকে মানতেই পারছেন না দলের নেতা-কর্মীরা৷

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version