ব্রেকফাস্ট স্পোর্টস

১) ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্টে চতুর্থ দিনে শেষে ভারতের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৫২। জয়ের জন‍্য বিরাট কোহলিদের দরকার ১৫৭ রান।

২) টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। জ‍্যাভলিন থ্রোতে সোনা জয় নীরজ চোপড়ার।

৩) টোকিও অলিম্পিক্সের পদকজয়ীদের জন‍্য বিশেষ পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। নীরজ চোপড়া, মীরাবাই চানু, পিভি সিন্ধুদের কুর্নিশ জানাতে বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের।

৪) শনিবার টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে স্বর্ণপদক জয় ব্রাজিলের। এদিন স্বর্ণপদক ম্যাচে স্পেনকে২-১ গোলে হারাল সেলেকাওরা।

৫) টোকিও অলিম্পিক্সে আবারও পদক জয় ভারতের। শনিবার কুস্তিতে ব্রোঞ্জ পদক জয় বজরং পুনিয়ার। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে নিয়াজবেকভকে হারান তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next article“ক্ষমতা থাকলে আটকান”, বিপ্লব দেবকে চ্যালেঞ্জ ছুঁড়ে আজ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক