Wednesday, November 12, 2025

কোভিড বিধি লঙ্ঘন, বিজেপির মশাল মিছিল বের করতে দিল না পুলিশ

Date:

৯ অগাস্ট থেকে বিজেপির (bjp) আটদিন ব্যাপী পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল। কোভিড বিধি (covid protocols breached) লঙ্ঘন করে, কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির মশাল মিছিলের আয়োজন কার্যত ব্যর্থ । কথা ছিল বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মশাল মিছিল বের হবে । এই মিছিল যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত । কিন্তু বাস্তবে মিছিল শুরুই হতে পারল না । শুরুর আগেই তা থেমে গেল।

 

এদিকে বিজেপির মশাল মিছিল ঘিরে সোমবার বিকেল থেকেই কলকাতার জায়গায় জায়গায় উত্তেজনা শুরু হয় । মুরলীধর সেন লেন, ভবানীপুরে এই মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির অভিযোগ ওঠে। বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল বেরোতেই করোনা পরিস্থিতির কারণে তা আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরই শুরু হয় গোলমাল। বিজেপি অফিসের সামনে থেকে সাতজনকে আটক করে পুলিশ।

করোনা পরিস্থিতির কারণে মশাল মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। বিজেপির দফতরের সামনে সে সংক্রান্ত পোস্টারও লাগিয়ে দেয় কলকাতা পুলিশ। অভিযোগ, সেই নিষেধাজ্ঞা অমান্য করেই মশাল হাতে পথে নামেন বিজেপি কর্মীরা। কিন্তু দলীয় দফতর থেকে বেরিয়ে গলিও পার করতে পারেননি তাঁরা। পুলিশের ব্যারিকেড তা রুখে দেয়। এরপরই রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে ছিলে ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “পুলিশ যেটা করল একদমই ঠিক হল না। আমরা পার্টি অফিস থেকেই বেরোতেই পারলাম না। আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতে চেয়েছিলাম। সব দলেরই আন্দোলন করার রয়েছে। বিজেপিরও আছে। এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version