Monday, November 10, 2025

কোভিড বিধি লঙ্ঘন, বিজেপির মশাল মিছিল বের করতে দিল না পুলিশ

Date:

৯ অগাস্ট থেকে বিজেপির (bjp) আটদিন ব্যাপী পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল। কোভিড বিধি (covid protocols breached) লঙ্ঘন করে, কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির মশাল মিছিলের আয়োজন কার্যত ব্যর্থ । কথা ছিল বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মশাল মিছিল বের হবে । এই মিছিল যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত । কিন্তু বাস্তবে মিছিল শুরুই হতে পারল না । শুরুর আগেই তা থেমে গেল।

 

এদিকে বিজেপির মশাল মিছিল ঘিরে সোমবার বিকেল থেকেই কলকাতার জায়গায় জায়গায় উত্তেজনা শুরু হয় । মুরলীধর সেন লেন, ভবানীপুরে এই মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির অভিযোগ ওঠে। বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল বেরোতেই করোনা পরিস্থিতির কারণে তা আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরই শুরু হয় গোলমাল। বিজেপি অফিসের সামনে থেকে সাতজনকে আটক করে পুলিশ।

করোনা পরিস্থিতির কারণে মশাল মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। বিজেপির দফতরের সামনে সে সংক্রান্ত পোস্টারও লাগিয়ে দেয় কলকাতা পুলিশ। অভিযোগ, সেই নিষেধাজ্ঞা অমান্য করেই মশাল হাতে পথে নামেন বিজেপি কর্মীরা। কিন্তু দলীয় দফতর থেকে বেরিয়ে গলিও পার করতে পারেননি তাঁরা। পুলিশের ব্যারিকেড তা রুখে দেয়। এরপরই রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে ছিলে ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “পুলিশ যেটা করল একদমই ঠিক হল না। আমরা পার্টি অফিস থেকেই বেরোতেই পারলাম না। আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতে চেয়েছিলাম। সব দলেরই আন্দোলন করার রয়েছে। বিজেপিরও আছে। এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version