Tuesday, August 26, 2025

৯ অগাস্ট থেকে বিজেপির (bjp) আটদিন ব্যাপী পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল। কোভিড বিধি (covid protocols breached) লঙ্ঘন করে, কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির মশাল মিছিলের আয়োজন কার্যত ব্যর্থ । কথা ছিল বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মশাল মিছিল বের হবে । এই মিছিল যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত । কিন্তু বাস্তবে মিছিল শুরুই হতে পারল না । শুরুর আগেই তা থেমে গেল।

 

এদিকে বিজেপির মশাল মিছিল ঘিরে সোমবার বিকেল থেকেই কলকাতার জায়গায় জায়গায় উত্তেজনা শুরু হয় । মুরলীধর সেন লেন, ভবানীপুরে এই মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির অভিযোগ ওঠে। বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল বেরোতেই করোনা পরিস্থিতির কারণে তা আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরই শুরু হয় গোলমাল। বিজেপি অফিসের সামনে থেকে সাতজনকে আটক করে পুলিশ।

করোনা পরিস্থিতির কারণে মশাল মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। বিজেপির দফতরের সামনে সে সংক্রান্ত পোস্টারও লাগিয়ে দেয় কলকাতা পুলিশ। অভিযোগ, সেই নিষেধাজ্ঞা অমান্য করেই মশাল হাতে পথে নামেন বিজেপি কর্মীরা। কিন্তু দলীয় দফতর থেকে বেরিয়ে গলিও পার করতে পারেননি তাঁরা। পুলিশের ব্যারিকেড তা রুখে দেয়। এরপরই রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে ছিলে ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “পুলিশ যেটা করল একদমই ঠিক হল না। আমরা পার্টি অফিস থেকেই বেরোতেই পারলাম না। আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতে চেয়েছিলাম। সব দলেরই আন্দোলন করার রয়েছে। বিজেপিরও আছে। এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।”

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version