Saturday, November 8, 2025

পেগাসাস: NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি, বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের

Date:

পেগাসাস ইস্যুতে রীতিমতো উত্তাল গোটা দেশ। দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ফোনে আঁড়িপাতার ঘটনায় মোদি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। এই আবহেই প্রথমবার পেগাসাস ইস্যুতে সরকারি বিবৃতি প্রকাশ করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যেখানে স্পষ্ট ভাবে দাবি করা হয়েছে, এই স্পাইওয়্যারের নির্মাতা NSO গ্রুপের সাথে কোনরকম লেনদেন করেনি সরকার। রাজ্যসভার বাম সংসদ ড: সিবাদাসনের প্রশ্নের জবাবে এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে।

বাদল অধিবেশনে সরকারের কাছে সম্প্রতি লিখিত প্রশ্ন করেছিলেন সিপিএম সাংসদ সিবাদাসন। তিনি জানতে চান, সরকার কি এনএসও গ্রুপ টেকনোলজির সঙ্গে কোনো রকম লেনদেন করেছে? যদি করে থাকে তাহলে তার বিস্তারিত প্রকাশ করা হোক। এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ এ জানানো হয়, NSO গ্রুপের সঙ্গে কোনো রকম লেনদেন সরকার করেনি।

আরও পড়ুন:মানবদেহে ককটেল টিকা নিরাপদ, মিশ্র প্রতিষেধকের প্রভাব ভালই, জানাল ICMR

উল্লেখ্য, পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে শুরু থেকেই উত্তপ্ত হয়েছে সংসদের বাদল অধিবেশন। সম্প্রতি বেশকিছু মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে ইসরায়েলি এই সফটওয়্যারকে হাতিয়ার করে দেশের বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়িপাতা হয়েছে। যেখানে বিরোধী নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, সাংবাদিকের পাশাপাশি বাদ যাননি বিচারপতিরাও। আড়িপাতা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের মত ভিভিআইপিদের ফোনে। বিরোধীদের তরফ এ বারবার দাবি জানানো হয় এই ইস্যুতে সংসদে আলোচনা হোক। তবে সে দাবি উড়িয়ে দিয়েছে সরকার। এদিকে পেগাসাস কাণ্ডে এনএসও স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার ছাড়া কাউকে তারা এই সফটওয়্যার বিক্রি করে না। এবার সরকারি বিবৃতিতে দাবি করা হলো এনএসও-র সঙ্গে কোনওরকম লেনদেন করা হয়নি সরকারের তরফে। সব মিলিয়ে পেগাসাস কাণ্ডে রহস্যের জাল আরও জাল হতে শুরু করেছে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version