Saturday, August 23, 2025

বিশ্ব উষ্ণায়নের বিপদ সংকেত: এক দশক আগেই পৃথিবীর তাপমাত্রা বাড়বে ১.৫ ডিগ্রি

Date:

বাড়তে থাকা বিশ্ব উষ্ণায়নের বিপদ মানবজাতির আশঙ্কার থেকেও বহুগুণ ভয়াবহ হতে চলেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন প্যানেল যে রিপোর্ট প্রকাশ করেছে তা গোটা পৃথিবীর জন্য রীতিমতো রেড অ্যালার্ট। রিপোর্টে দাবি করা হয়েছে, পৃথিবীর শহর গুলি বিশ্ব উষ্ণায়নের হটস্পট তৈরি হয়েছে। যার ফলে সমুদ্রের জলস্তর ১৯০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ০.২০ মিটার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এক দশক আগেই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাবে ১.৫ ডিগ্রি।

বিশ্বের ১৯৫ টি দেশের বিজ্ঞানীদের সহযোগিতায় এদিন ‘ক্লাইমেট চেঞ্জ ২০২১: দ্য ফিজিক্যাল সায়েন্স বেসিস’ রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে বিশেষভাবে ভারতের নামও উল্লেখ রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে ভারতীয় উপমহাদেশে তাপমাত্রা যতটা বেড়েছে তা ১৮৫০-১৯০০ সময়ের চেয়ে অনেক বেশি। ভারতে একদিকে যেমন ‘হিট এক্সট্রিম’ বাড়ছে অন্যদিকে কমে যাচ্ছে ‘কোল্ড এক্সট্রিম’। যার অর্থ গরমকালে সর্বাধিক তাপ মাত্রা দিন দিন বাড়লেও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ততটা কমছে না। আগামী কয়েক দশক ধরে এমনটাই চলতে থাকবে। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের প্রধান অ্যান্টোনিও গুতারেস রিপোর্ট প্রকাশ্যে এনে জানান, বিপদ গোটা পৃথিবীর জন্যই।

আরও পড়ুন:পেগাসাস: NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি, বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের

তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন যে চরম আকার ধারণ করেছে তাতে এক দশক আগেই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। ২০৩০ সালের মধ্যে গড় তাপমাত্রা নিশ্চিতভাবে ১.৫ ডিগ্রি বাড়বে। বিপদ এই কারণেই ভয়াবহ যে গতিতে গরম বাড়ছে তার থেকেও অনেক ধীর গতিতে শীতল হচ্ছে। ফলে তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে না।

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version