Saturday, November 8, 2025

বাংলার প্রতি টিকা বঞ্চনার মাঝেই মোদির “ফ্রি” ভ্যাকসিন বিজ্ঞাপনে খরচ ২১০ কোটি!

Date:

”দাওয়াই ভি কড়াই ভি’’, ‘’সব কো ভ্যাকসিন, মুফত ভ্যাকসিন’’, ‘’ওয়ার্ল্ড’স লার্জেস্ট ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেন’’…, ইত্যাদি ইত্যাদি ক্যাপশন দিয়ে দেশজুড়ে বিজ্ঞাপনের সম্ভার। অথচ দেশজুড়ে ভ্যাকসিনের (Vaccine) জোগান পর্যাপ্ত নয়। আর বাংলাকে সরবরাহের ক্ষেত্রে তো আরও উদাসীনতা। বঞ্চনা। এবার যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো চমকে দেবে দেশবাসীকে। দেশজুড়ে ‘‘ফ্রি ভ্যাকসিন’’ (Free Vaccine) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রচারে সরকারি কোষাগার থেকে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে, তার অঙ্ক আপনার চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রীর (Prime Minister) ছবি দিয়ে এহেন সরকারি বিজ্ঞাপনী (Advertisement) প্রচারে এখনও পর্যন্ত কেন্দ্রের খরচ হয়েছে প্রায় ২১০ কোটি টাকা।
২০২১ সালে টিকাকরণ শুরু করার পর থেকে জুন মাস পর্যন্ত মোদির ছবি লাগিয়ে প্রচারে এই খরচ হয়েছে। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, খবরের কাগজ, বৈদ্যুতিন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিওর মাধ্যমে প্রচারে এ পর্যন্ত ২০৯ কোটি ৩ লক্ষ টাকা খরচ হয়েছে।
গত ২১ জুন থেকে করোনা টিকাকরণের ‘সম্পূর্ণ দায়িত্ব’ মোদি সরকার কাঁধে তুলে নিয়েছে। ঘোষণার সময় রাজ্য সরকারগুলিকে কটাক্ষ করতে ছাড়েননি মোদি! অর্থাৎ, কেন্দ্র বা প্রধানমন্ত্রীর কথা মতো ওই দিনের পর কোথাও করোনা ভ্যাকসিনের ঘাটতি থাকবে না। অথচ, এখনও পশ্চিমবঙ্গের মতো অ-বিজেপি রাজ্যে কখনও কখনও ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নেই বলে বিজ্ঞপ্তি জারি করতে হয়। পশ্চিমবঙ্গে ১০ কোটিরও বেশি মানুষের বাস। অথচ গত ২ আগস্ট পর্যন্ত এখানে মাত্র ৩ কোটি ৬৫ হাজার ৮৪৫ জনের টিকাকরণ হয়েছে। ফলে জনসংখ্যার প্রায় ৭০% এখনও টিকা থেকে বঞ্চিত। অথচ সবাইকে দ্রুত টিকা দেওয়ার অঙ্গীকার নিয়ে কোটি কোটি টাকার প্রচার চালিয়ে যাচ্ছে মোদি সরকার। যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।


Related articles

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...

আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক-গিল,পঞ্চম টি-টোয়েন্টির শুরুতেই ছন্দপতন

ব্রিসবেনে আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করতে পঞ্চম টি-টোয়েন্টির (Ind vs Aus 5th T20) শুরু থেকেই স্বমহিমায়...

SIR আতঙ্কে মৃতদের পাশে তৃণমূল: অভিষেকের নির্দেশে তৈরি বিশেষ কমিটি

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে...

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...
Exit mobile version