Friday, August 22, 2025

থানায় মানবাধিকার লঙ্ঘন সর্বাধিক, পুলিশকে সংবেদনশীল হতে হবে: CJI

Date:

“দেশে এখনও পুলিশ হেফাজতে(police custody) নৃশংস অত্যাচারের ঘটনা ঘটছে। মানবাধিকার(human rights) লংঘনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে থানার অন্দরেই।” সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শীর্ষ আদালতের(Supreme Court) প্রধান বিচারপতি এন ভি রামানা(N V Ramana)। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

ন্যাশনাল লিগাল সার্ভিস অথিরিটির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। সেখানে তিনি বলেন, “মানবাধিকার লঙ্ঘন ও শারীরিক অত্যাচারের ঘটনা থানায় সব চেয়ে বেশি। হেফাযতে অত্যাচার ও পুলিশি দমনপীড়নের ঘটনা এখনও সমাজে রয়েছে। সাংবিধানিক বিধি নিষেধ থাকা সত্ত্বেও থানায় কার্যকরী আইনি প্রতিনিধিত্বের অভাব গ্রেফতার হওয়া ও আটক হওয়া ব্যক্তিদের জন্য একটি বড় সমস্যার।” এমনকী অনেক সময় অভিযুক্ত থার্ড ডিগ্রি অত্যাচার থেকেও রেহাই পায় না বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয় তিনি আরও বলেন, পুলিশ যাতে বাড়াবাড়ি করতে না পারে তার জন্য বিনামূল্যে আইনি সহায়তা পরিষেবা সম্পর্কে প্রচার করতে হবে। প্রয়োজনে প্রতিটি থানা ও কারাগারে ডিসপ্লে বোর্ড আউটডোর হোডিং টাঙিয়ে এই সংক্রান্ত আইন সম্পর্কে মানুষকে সজাগ করা দরকার।

আরও পড়ুন:বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে সুদীপ-জয়া, ভর্তি রয়েছেন SSKM-এ

সমাজের অর্থ সামাজিক ভেদাভেদ কাটিয়ে বিচারব্যবস্থা যাতে সকলের কাছে পৌঁছতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজে এই ব্যবস্থা অপরিহার্য এবং তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে। প্রধান বিচারপতি জানান, “যদি একটি প্রতিষ্ঠান হিসেবে দেশের বিচার বিভাগ নাগরিকদের বিশ্বাস অর্জন করতে চায় তাহলে আমাদের প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে আমরা তাদের জন্য আছি। দীর্ঘদিন ধরে দেশের দুর্বল জনগোষ্ঠী বিচারব্যবস্থা থেকে অনেক দূরে সরে রয়েছে।” তিনি আরও বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে অনেক সময়ই নায্য বিচার থেকে বঞ্চিত হয় মানুষ। এই বাধা ভাঙাই এখন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্তদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এটা বাস্তবায়িত করতে আমাদের সরকারের বিভিন্ন শাখার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version