আমবাসায় তৃণমূলের উপর হামলার ঘটনায় আসল দোষীদের ছেড়ে তৃণমূলেরই পাঁচজনকে গ্রেফতার করল আমবাসা থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ৫ জন তৃণমূল কর্মী হলেন তমাল বসু, উত্তম কলই, মিটন বিশ্বাস, পঙ্কজ দেবনাথ, নিতু মালাকার, তাদেরকে কোথায় রাখা হয়েছে তা এখনও জানা যায়নি। এমনকি আমবাসা থানার পুলিশ ও মুখ খুলতে নারাজ। সূত্রের খবর কোভিড পরীক্ষার পর তাদের ধলাই জেলা আদালতে তোলা হবে। এ ঘটনায় নিরাপত্তার চাদরে ঢাকা গোটা মহাকুমা। মাঝরাত থেকে পুলিশি সন্ত্রাস চলছে।

আরও পড়ুন:অধিবেশনের শুরুর আগে দলীয় সাংসদদের নিয়ে রণকৌশল-বৈঠক অভিষেকের
