Thursday, August 21, 2025

ঘাটাল মাস্টার প্ল্যানে অনুমোদন দিচ্ছে না কেন্দ্র: জলে নেমে পরিদর্শনের পর অভিযোগ মমতার

Date:

Share post:

বারবার বলা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করছে না কেন্দ্র- জলমগ্ন এলাকায় জলে নেমে পরিদর্শন করে জলমগ্ন ঘাটালে (Ghatal) দাঁড়িয়ে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) । এই বিষয়ে কেন্দ্রের কাছে প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানালেন মমতা। তিনি বলেন, “পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে। ৫০০ কোটি টাকায় চেকড্যামগুলি তৈরি হয়েছে। কিন্তু পরিকল্পনা করে কাজ হচ্ছে না”।

ঝাড়গ্রাম (Ghargram) থেকে এদিন হেলিকপ্টারে ঘাটাল যান মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্লাবিত এলাকার এরিয়াল সার্ভে করেন। প্রায় 7 কিলোমিটার অঞ্চল ছবি তোলেন তিনি। কলকাতায় ফিরে তিনি সেই রিপোর্ট তৈরি করবেন। এরপর অস্থায়ী হেলিপ্যাডে (Helipad) নেমে সেখান থেকে সড়কপথে যান জলমগ্ন এলাকা পরিদর্শনে। হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানান সাংসদ-অভিনেতা দেব এবং মন্ত্রী সৌমেন মহাপাত্র।

এরপর জলমগ্ন অঞ্চলে গিয়ে বেশ কয়েকজন দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানে তখন উপস্থিত ছিলেন জেলাশাসক রশমি কমল, পুলিশ সুপার। এছাড়াও ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর, শিউলি সাহা, সৌমেন মহাপাত্র, দেব, জুন মালিয়া-সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী জলে নেমে বেশ খানিকটা জলমগ্ন এলাকা ঘুরে দেখেন। প্রায় হাঁটু জলে দাঁড়িয়ে কথা বলেন জেলাশাসকের সঙ্গে। কথা বলতে দেখা যায় সাংসদ অভিনেতা দেবের সঙ্গে। এই সময় বৃষ্টি নামে ঘাটালে। বৃষ্টি মাথায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বারবার বলা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। এই মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের কাছে একটি প্রতিনিধিদল পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই দলে থাকবেন, দেব, মানস ভুঁইয়া, শিউলি সাহা, জুন মালিয়া সংসদ। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলবেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে ঘাটালকে বাঁচানো যাবে না।

এর পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন, ত্রাণ বিলির ক্ষেত্রে যেন কোনও রকম বৈষম্য না হয়। কলকাতা ফেরার পথে মুখ্যমন্ত্রী ফের বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন।

আরও পড়ুন:রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে বিজেপি নেতা

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...