দলের ইতিহাস জানেন না: ‘খেলা হবে’ দিবস বদলের দাবি নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের

১৬ অগাস্ট খেলা হবে দিবসের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কিন্তু ওইদিনটি বদলের আবেদন নিয়ে মঙ্গলবার দুপুরে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি আর্জি জানান, ১৬ তারিখ যেন রাজ্যে ‘খেলা হবে’ দিবস পালিত না হয়। বিজেপির এই মনোভাবকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটি ১৬ অগাস্ট ২০১৪-র। ছবিতে দেখা যাচ্ছে ‘খেলার জন্য হাঁটুন’ এই ব্যানার নিয়ে মিছিল করেছেন রাজ্য বিজেপির (BJP) নেতারা। নেতৃত্ব দেন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha)।

সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে। সপরিবারে বিভিন্ন পদ অলংকৃত করে আছেন। সেই বিষয়টিকে পরোক্ষে তীব্র কটাক্ষ করে পোস্টে শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে কুণাল লেখেন,

“আসলে শুভেন্দু জানেন না দলের ইতিহাস, না আছে ময়দানের সঙ্গে সম্পর্ক।
‘খেলা হবে’ দিবসের বিরোধিতা করার আগে কৃশানু মিত্রের মত পুরনো বিজেপি সৈনিকের কাছ থেকে বাস্তব জানুন।
শুধু হুক্কাহুয়া চলে না”।

দিন ঘোষণার পরই ‘খেলা হবে’ দিবসের তাৎপর্য বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। বাংলার খেলার ময়দানে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সেই কারণেই ১৬ তারিখ ‘খেলা হবে’ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

রাজনৈতিক মহলের মতে, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করতে রাজ্য সরকারের যে কোনও কর্মসূচির অপব্যাখ্যা করছে গেরুয়া শিবির। এদিন সেই একই অভিযোগ করলেন কুণাল ঘোষও। তাঁর মতে ইতিহাস না জেনে শুধুই গলা ফাটাচ্ছেন বিজেপির তৎকাল নেতারা। এই বিজেপিই একসময় ১৬ অগাস্ট পালন করেছে। সেই ইতিহাস জানান এই বিজেপির তৎকাল নেতাদের।

আরও পড়ুন- শুভেন্দুকে “বাচ্চা” বলে কটাক্ষ ফিরহাদের, তুলোধনা বিজেপিকেও