Saturday, August 23, 2025
কুরুক্ষেত্র কি ? কুরুক্ষেত্র কি, কেবল ফাঁকা এক মাঠ ? পান্ডব কে ? দুর্যোধন কে ? ভীষ্ম কে ? শ্রীকৃষ্ণ কে ?
মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, আশা হতাশা, ধর্ম অধর্ম- সেই সব কিছুর চরিত্রায়নই হলো মহাভারত।
১) কুরুক্ষেত্র কি ?
মানুষের চিন্তার চারণভূমি।সেই চিন্তার চারণভূমিতে, প্রতিদিন- লোভের সঙ্গে ত্যাগের সংঘাত, সত্যের সঙ্গে মিথ্যের সংঘাত ইত্যাদি ঘটছে।
২) কৌরব কারা ?
মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী।
৩) পান্ডব কারা ?
মানুষের যত গঠনাত্মক গুণাবলী।
কৌরব শক্তি:
১) দুর্যোধন কে?
আমাদের লোভ আর দম্ভ।
২) দুঃশাসন কে ?
কামনা আর লাম্পট্য।
৩) ধৃতরাষ্ট্র কে ?
আমাদের অন্ধ স্নেহ / অন্ধ ভালোবাসা।
৪) শকুনি কে ?
আমাদের কুটিলতা।
৫) কর্ণ কে ?
আমাদের অভিমান।
৬) ভীষ্ম কে ?
আমাদের গর্ব আর প্রতিজ্ঞা।
৭) দ্রোণাচার্য্য কে ?
আমাদের শিক্ষা ব্যবস্থা।
৮) শিখন্ডি কে ?
আমাদের দুর্বলতা।
৯) কর্ণের রথের “চাকা” বসে যাওয়া কি ?
আমাদের দুর্ভাগ্য।
পান্ডব শক্তি:
১) যুধিষ্ঠির কে ?
আমাদের সত্য, ধর্ম আর ত্যাগ।
২) ভীম কে ?
আমাদের পৌরুষত্ব আর বীরত্ব।
৩) অর্জুন কে ?
আমাদের নিষ্ঠা আর শ্রম।
৪) অভিমন্যু কে ?
আমাদের যৌবন শক্তি।
★ বিদূর কে ?
আমাদের বিবেক।
★ কৃষ্ণ কে? আমাদের আত্মা।যা পরমাত্মার অংশ।যা আমাদেরকে আলোর পথে চালিত করে।
★ দ্রৌপদী কে?
আমাদের আত্মার সন্মান।
★ দ্রৌপদীর বস্ত্রহরণ কি ?
আমাদের আত্মার লাঞ্ছনা।
★ কুন্তীর কুমারী মাতৃত্ব কি ?
সমাজের প্রথার বিরুদ্ধে বিদ্রোহ।
কি দেখছো তাহলে…? মহাভারতে,মানুষের সব দোষ আর গুনগুলোকে,এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেওয়া হয়েছে।
তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী।যাতে জীবনের দর্শনকে, টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে।
সব মানুষই জন্মগতভাবে পশু।তাকে যদি মনুষত্বে উত্তীর্ণ হতে হয়- তাহলে তাকে পান্ডব হয়ে,কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে।সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে? মহাভারতের এই দর্শন তোমাকে শিখতে হবে,আর জীবনে তা প্রয়োগ করতে হবে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগেই ভূস্বর্গে সেনার উপর জঙ্গি হামলা, জখম ১ জওয়ান
-সংগৃহীত


Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version