Monday, December 8, 2025

এম আর বাঙুরের প্রশংসায় নীতি আয়োগ,দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি

Date:

Share post:

ফের বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সেরার স্বীকৃতি পেল। সেরা জেলা হাসপাতালের মর্যাদা পেল টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতাল। পরিকল্পনা ও নীতি নির্ধারণ সংক্রান্ত দেশের শীর্ষ কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগ স্বাস্থ্যভবনকে এই স্বীকৃতির কথা জানিয়েছে। জানা গিয়েছে, নন কোভিড পর্বের অসাধারণ কাজের স্বীকৃতি পেয়েছে বাঙুর। এই স্বীকৃতি মেলায় রীতিমতো খুশির হাওয়া স্বাস্থ্য দফতরে। এম আর বাঙুরের সুপার শিশির নস্কর বলেছেন, ভালো খবর। দফতরের শীর্ষকর্তারা পুরো বিষয়টি জানেন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দেশের জেলা হাসপাতালগুলির মূল্যায়নে নীতি আয়োগ জেলা হাসপাতালগুলিকে তিনভাগে ভাগ করেছিল। ২০০ শয্যা, ৩০০ শয্যা এবং ততোধিক শয্যা। এই তিনশোর অধিক শয্যার বিভাগটিতেই ভারত শ্রেষ্ঠ হয়েছে বাঙুর।

আরও পড়ুন- ফের শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন , নীতি আয়োগ চিঠি পাঠিয়েছে। তিনশোর অধিক শয্যার ক্যাটিগরিতে ভারতশ্রেষ্ঠ হয়েছে এম আর বাঙুর হাসপাতাল। আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়।

করোনা আবহে প্রায় দেড় বছর ধরে বাঙুরের দুটি ক্যাম্পাসই (পুরানো ও নতুন) কোভিড হাসপাতাল (বর্তমান শয্যাসংখ্যা ৭১৩) হিসেবে কাজ করছে। বেসরকারি হাসপাতালের লাগামছাড়া বিল নিয়ে যখন একাধিক অভিযোগ, সেখানে সাধ্যের মধ্যে সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে শহরের এই হাসপাতাল। খোদ স্বাস্থ্য অধিকর্তা, একাধিক পদস্থ আমলা কোভিডে আক্রান্ত হওয়ার পর এখানে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুধু তাই নয়, বহু মধ্যবিত্ত উচ্চবিত্ত এখানে পজিটিভ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে বাঙুর হাসপাতালের পরিষেবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
নীতি আয়োগের এই মর্যাদার স্বীকৃতি অবশ্য এসেছে নন কোভিড পর্বে, যখন বাঙুর সব ধরনের রোগীরই চিকিৎসা করত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ২০১৮-১৯ সালের নন কোভিড পর্বে প্রচুর রোগীকে লাগাতার সুষ্ঠু চিকিৎসা দেওয়ার জন্য নীতি আয়োগের প্রশংসা পেয়েছে বাঙুর। হাসপাতালের তখন শয্যাসংখ্যা ছিল ১১০৫। কোনও মেডিক্যাল কলেজ না হওয়া সত্ত্বেও এতগুলি শয্যা চালু রেখেও সেখানে দৈনিক মোট শয্যায় ভর্তি রোগীর হার ছিল ৯৯.১৯ শতাংশ! যা ওই বিপুল সংখ্যক শয্যার যেকোনও জেলা হাসপাতালের পক্ষে যথেষ্ট গর্বের পরিসংখ্যান বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ।

 

 

 

spot_img

Related articles

মন্দিরেই সফরের সূচনা, মদনমোহন দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে দু’দিনের সফরে এসে প্রথম দিনেই মদনমোহন ঠাকুরের দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরের...

সিটংয়ে গভীর রাতে গাড়ি দুর্ঘটনা! প্রাণ হারালেন পঞ্চায়েত সদস্যসহ তিন

দার্জিলিংয়ের সিটংয়ে ভয়াবহ যানবাহন দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। খবর মিলেছে, ঘটনাটি ঘটেছে...

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের...

নকল নাম চিহ্নিতকরণে নয়া ব্যবস্থা! SIR নজরদারিতে আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের

ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা...