Friday, May 16, 2025

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি উত্তরবঙ্গে, জারি হলুদ ও কমলা সতর্কতা

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখভার। ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  সেইসঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। তবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।  রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে পার্বত্য অঞ্চলগুলিতে ধস নামার আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হওয়ার প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প জেলাগুলিতে ঢুকবে।ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহ জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই জেলায় জেলায় জারি হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।

আরও পড়ুন: এম আর বাঙুরের প্রশংসায় নীতি আয়োগ,দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি

টানা বর্ষণ থেকে রেহাই পেয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে সক্রিয় হওয়ায় আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। জেলায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও গোটা উওরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। অন্যদিকে, বুধ ও বৃহস্পতিবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।


spot_img

Related articles

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...