অস্ট্রেলিয়ার(Australia )বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন শাকিব আল হাসান( Shakib Al Hasan)। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার পাশাপাশি ১০০০ রান করার নজির গড়লেন তিনি।

সোমবার বাংলাদেশের( Bangladesh) কাছে ৬২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যার ফলে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজে জিতল বাংলাদেশ। লজ্জার হার নিয়ে দেশে ফিরতে হবে অস্ট্রেলিয়াকে( Australia)। সোমবারর শাকিবের বোলিং-এর দাপটে কুপোকাত হয়ে যায় অজিরা।

এদিন রেকর্ড গড়ে শাকিব দলকেই গুরুত্ব দিলেন। তিনি বলেন,” আমি এখনও খেলাটা উপভোগ করছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার সতীর্থদের ধন্যবাদ। ওদের সাহায্য ছাড়া আমি ভাল ক্রিকেট খেলতে পারতাম না।’’

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

