Monday, December 8, 2025

সাংসদ – বিধায়কদের বিরুদ্ধে চলা অপরাধমূলক মামলা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দেশের যেসব সাংসদ (MP & MLA) অথবা বিধায়কদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা (criminal charges) চলছে তা নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত (supreme Court)। মঙ্গলবার সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি (hearing of a case) চলাকালীন প্রধান বিচারপতি বলেন সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে অপরাধমূলক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করবে শীর্ষ আদালত (supreme Court)। সেই সঙ্গে আদালতের নির্দেশ, সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির সম্মতি ছাড়া কোথাও কোনও সাংসদ ও বিধায়কের

বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা চলবে না। হাইকোর্টগুলির রেজিস্ট্রার জেনারেলকে সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে চলা মামলার তালিকা প্রধান বিচারপতির কাছে জমা করতে হবে। সেই সঙ্গে যেখানে যে মামলার শুনানি চলছে হাইকোর্ট অথবা বিশেষ আদালতে সেই শুনানি জারি থাকবে।

এদিন আদালতে মামলাকারীদের পক্ষে বলা হয়, উত্তরপ্রদেশের(uttarpradesh, mujffarnagar) মুজাফফরনগরে দাঙ্গার ঘটনায় সাংসদ সঞ্জীব বালিয়া, সাধ্বী প্রজ্ঞা সহ বহু নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এর পরেই কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা বিষয়ক একটি আর্জির শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় আগেই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ মূলক মামলার তালিকা জমা দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। পৃথকভাবে সিবিআই এবং ইডিকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে কার্যত ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি এন ভি রমন। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলা শুরুর সময় সরকার আশ্বাস দিয়েছিল যে তারা বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ করতে চলেছে কিন্তু আজও পর্যন্ত সরকারের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি যা অত্যন্ত হতাশাজনক।

একই সঙ্গে আগামী দু-সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হল সিবিআইকে। অন্যদিকে আগেই স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রধান বিচারপতি বলেছেন, ইডির স্ট্যাটাস রিপোর্ট সংবাদমাধ্যমে পড়তে হচ্ছে! আদালতে জমা পড়া রিপোর্ট সংবাদমাধ্যমের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে ! স্ট্যাটাস রিপোর্টের নামে যা পেশ করা হয়েছে তা কাগজের বান্ডিল ছাড়া কিছুই নয় নির্দিষ্ট ফর্ম্যাট নেই কেন? সিবিআই-এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে বলেন, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে কিছুটা সময় দেওয়া হোক । আগামী এক সপ্তাহের মধ্যে স্টেটাস রিপোর্ট পেশ করবে সিবিআই।

 

spot_img

Related articles

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের...

নকল নাম চিহ্নিতকরণে নয়া ব্যবস্থা! SIR নজরদারিতে আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের

ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা...

বিজেপির সংস্কৃতি মন্ত্রীর মুখে বঙ্কিমের ভুল নাম! সংসদে একের পর এক তোপ তৃণমূলের

বাঙালির প্রতি বিজেপির নেতাদের অসম্মানের পাশাপাশি এবার বিজেপির টিকিটে জিতে দেশের মন্ত্রী হয়ে বসা ব্যক্তিদের অজ্ঞতাও প্রকাশ্যে চলে...

হিন্দিকে ‘রাষ্ট্রভাষা’ প্রমাণের চেষ্টা! রাজ্যপালের ‘ভুল’ ধরিয়ে কটাক্ষ কুণালের

বাংলায় বসে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা রাজ্যপাল সি ভি আনন্দ বোস আগেও করেছেন। তবে এবার প্রকাশ্যে বাংলার মাটিতে...