Sunday, August 24, 2025

সাংসদ – বিধায়কদের বিরুদ্ধে চলা অপরাধমূলক মামলা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Date:

দেশের যেসব সাংসদ (MP & MLA) অথবা বিধায়কদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা (criminal charges) চলছে তা নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত (supreme Court)। মঙ্গলবার সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি (hearing of a case) চলাকালীন প্রধান বিচারপতি বলেন সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে অপরাধমূলক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করবে শীর্ষ আদালত (supreme Court)। সেই সঙ্গে আদালতের নির্দেশ, সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির সম্মতি ছাড়া কোথাও কোনও সাংসদ ও বিধায়কের

বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা চলবে না। হাইকোর্টগুলির রেজিস্ট্রার জেনারেলকে সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে চলা মামলার তালিকা প্রধান বিচারপতির কাছে জমা করতে হবে। সেই সঙ্গে যেখানে যে মামলার শুনানি চলছে হাইকোর্ট অথবা বিশেষ আদালতে সেই শুনানি জারি থাকবে।

এদিন আদালতে মামলাকারীদের পক্ষে বলা হয়, উত্তরপ্রদেশের(uttarpradesh, mujffarnagar) মুজাফফরনগরে দাঙ্গার ঘটনায় সাংসদ সঞ্জীব বালিয়া, সাধ্বী প্রজ্ঞা সহ বহু নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এর পরেই কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা বিষয়ক একটি আর্জির শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় আগেই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ মূলক মামলার তালিকা জমা দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। পৃথকভাবে সিবিআই এবং ইডিকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে কার্যত ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি এন ভি রমন। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলা শুরুর সময় সরকার আশ্বাস দিয়েছিল যে তারা বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ করতে চলেছে কিন্তু আজও পর্যন্ত সরকারের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি যা অত্যন্ত হতাশাজনক।

একই সঙ্গে আগামী দু-সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হল সিবিআইকে। অন্যদিকে আগেই স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রধান বিচারপতি বলেছেন, ইডির স্ট্যাটাস রিপোর্ট সংবাদমাধ্যমে পড়তে হচ্ছে! আদালতে জমা পড়া রিপোর্ট সংবাদমাধ্যমের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে ! স্ট্যাটাস রিপোর্টের নামে যা পেশ করা হয়েছে তা কাগজের বান্ডিল ছাড়া কিছুই নয় নির্দিষ্ট ফর্ম্যাট নেই কেন? সিবিআই-এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে বলেন, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে কিছুটা সময় দেওয়া হোক । আগামী এক সপ্তাহের মধ্যে স্টেটাস রিপোর্ট পেশ করবে সিবিআই।

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version