Sunday, November 9, 2025

বালিগঞ্জ ও নৈহাটিতে চিটফান্ড মালিকের বাড়িতে সিবিআই তল্লাশি

Date:

বুধবার সকালে কলকাতার বালিগঞ্জ (Ballygunj) ও উত্তর ২৪ পরগনার নৈহাটিতে একটি চিটফান্ড সংস্থার (cheatfund) মালিকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন সিবিআই তদন্তকারী অফিসাররা (CBI ) ৷ তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷ অভিযোগ, একাধিক প্রকল্পের নাম করে বাজার থেকে কোটি-কোটি টাকা তুলেছে মন্ত্র ই-সার্ভিসেস নামে ওই সংস্থা৷ বুধবার সকালে আচমকা এই সিবিআই হানায় অবাক পড়শিরাও। সম্রাট ভট্টাচার্য নামে ওই ব্যক্তি যে চিটফান্ড চালাতেন তা জানতেন না এলাকার মানুষও। অন্তত এমনটাই দাবি প্রতিবেশীদের।

 

এদিন সকাল পৌনে এগারোটা নাগাদ নৈহাটির রাধাবল্লভ রোডের অর্জুনপুকুর রোডে একটি বাড়িতে হানা দেন সিবিআইয়ের ৫ জন আধিকারিক। বাড়িটি সম্রাটবাবুর স্ত্রী প্রিয়াঙ্কাদেবীর। ওই বাড়িতেই থাকেন সম্রাটবাবু। তাঁর বাড়ি কিছু দূরে মাদ্রাল রোডে। এদিন সিবিআই আধিকারিকরা পৌঁছে সম্রাটবাবুর শ্যালককে নিয়ে মাদ্রাল রোডের বাড়িতে যান। সেখান থেকে সম্রাট ভট্টাচার্যের বাবা শাশ্বত ভট্টাচার্য ও মা তনুশ্রী ভট্টাচার্যকে নিয়ে আসেন তাঁরা। এর পর শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বেলা ৩.১৫ মিনিট পর্যন্ত চলে জেরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মন্ত্রা ই-সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি চিটফান্ড চালান সম্রাটবাবু ও তাঁর স্ত্রী। বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছেন তাঁরা।

 

advt 19

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version