রাজ্যের তিন স্টেশনে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে রাজ্যকে সতর্ক করল কলকাতা পুলিশ। আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই সতর্কতা বলে রাজ্য পুলিশের একটি সূত্র মারফত খবর। যে তিন স্টেশনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে সেগুলি হল শিয়ালদহ, বর্ধমান ও সাঁতরাগাছি। এই তিনটি স্টেশন রাজ্যের অন্যতম ব্যস্ততম স্টেশন হিসেবেও পরিচিত। কলকাতা পুলিশের তরফে সতর্কতা পাওয়ার পরই এই স্টেশনগুলির পাশাপাশি রাজ্যের অন্য ব্যস্ততম স্টেশনগুলিতেও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। আরও জোরদার করা হচ্ছে নজরদারি।

রাজ্য রেল পুলিশ সূত্রে খবর পূর্বে স্বাধীনতা দিবসে জঙ্গি হামলার আশঙ্কা করে একাধিকবার রেল পুলিশকে সতর্ক করেছে রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরো। কিন্তু কলকাতা পুলিশের তরফে এই প্রথমবার রেল পুলিশকে জঙ্গি হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে। রাজ্যের এই তিনটি স্টেশন সম্পর্কে সতর্ক করে রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবি’কে জানিয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। সেই হিসেবে কলকাতা পুলিশের এই সতর্কতা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা।

আরও পড়ুন- ‘জামিন পেলে বিদেশে পালিয়ে যাবেন’, মুম্বই পুলিশের বিরোধিতায় জামিন হলো না রাজ কুন্দ্রার

জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা পাওয়ার পর একাধিক নিরাপত্তা বিষয়ক পদক্ষেপ নিয়েছে রেলপুলিশ। স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। চলছে কড়া নজরদারি। পাশাপাশি ডগ স্কোয়ার্ড দিয়েও মাঝে মাঝে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদেরও বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে।

