পেগাসাস ইস্যুতে চাপে সরকার, দু’দিন আগেই শেষ সংসদ অধিবেশন

বাদল অধিবেশনের(monsoon session) শুরু থেকেই পেগাসাস ইস্যুতে সরকারকে ঘিরে ধরেছিল বিরোধীরা(opposition)। ফোনে আড়িপাতা কাণ্ডে প্রতিদিন উত্তাল হয়েছে সংসদের(parliament) দুই কক্ষ। এই আবহেই নির্ধারিত সময়সীমার দুদিন আগে বুধবার অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হল সংসদ অধিবেশন। নির্ধারিত সময়সীমার দুদিন আগে অধিবেশন মুলতবি হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে তবে কি পেগাসাস ইস্যুতে কোণঠাসা সরকার(government) আলোচনা থেকে যেকোনও উপায়ে পালাতে চাইছে?

আরও পড়ুন:ত্রিপুরায় অভিষেক সহ ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে FIR, ‘ভয় পেয়েছে বিজেপি’ পাল্টা কুণাল

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে হাতিয়ার করে দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ফোনে আড়িপাতার মতো গুরুতর অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত ঘিরে ধরে বিরোধিরা। যদিও এ বিষয়ে বিরোধীদের কোনওরকম প্রশ্নের জবাব দিতে দেখা যায়নি মোদি সরকারকে। বুধবার সংসদে শুধুমাত্র পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। সরকারকে এ বিষয়ে কোণঠাসা করতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে বৈঠকে বসেছিলে তৃণমূল, কংগ্রেস, বাম, আরজেডি সহ ১৫ বিরোধী রাজনৈতিক দল। তবে অধিবেশন শুরু হওয়ার পরই এ দিন অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত করে দেন অধ্যক্ষ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি আলোচনা থেকে পালাতে চেয়েই সরকার নির্ধারিত সময়সীমার দুদিন আগেই স্থগিত করে দিল বাদল অধিবেশন!

 

Previous articleএইচএনকে সিবেনিকে যোগ দিতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান
Next articleশুভেন্দুর কথায় নেচে মুখ্যমন্ত্রীকে “খেলা হবে দিবস” বাতিলের আর্জি রাজ্যপালের