Saturday, August 23, 2025

যাঁরা সন্ত্রাস করল, আক্রমণ সংঘটিত করল, তাঁরাই বাইরে ঘোরাফেরা করছে। অথচ যাঁরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করল, তাঁদেরই ধরে ধরে পুলিশ মামলা দিচ্ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), দোলা সেন (Dola Sen), কুণাল ঘোষ (Kunal Ghosh) ও ব্রাত্য বসুর (Brata Bose) বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ (Tripura Police) এদিন সেই ঘটনাকেই তীব্র ধিক্কার জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Forhad Hakim)।

 

তিনি বলেন, “আসলে বিজেপি (BJP) প্রতিহিংসা পরায়ণ একটি দল। অর্থাৎ, পুলিশ লাগাবো, ভয় দেখাবো, মারধর করব, এটাই ওদের কাজ। এখানে যেমন সিবিআই, ইডি দেখিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু এসব করে তৃণমূলকে আটকানো যাবেনা। সিপিএমও অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।”

 

এরপরই ফিরহাদ হাকিম আরও বলেন, “বিপ্লব দেব ক্ষমতা থেকে যাচ্ছে সেটা ত্রিপুরার মাটিতে লেখা হয়ে গিয়েছে। যতই ভয় দেখাও আটকানো যাবে না। ত্রিপুরা থেকে তেইশে বিদায় নেবে বিজেপি, আর সারা ভারতবর্ষের থেকে চব্বিশে বিদায় নেবে। তখন এই পুলিশই আমাদের স্যালুট করবে।”

 

এরপরই তৃণমূল শীর্ষ নেতৃত্বর উপর মামলা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “যখন কাউকে অন্যায় ভাবে ধরে রাখা হয়, তখন তাকে ছাড়াতে তো থানায় যেতেই হবে। এবং কোভিড বিধি মেনেই তা করা হয়েছে। যখন অভিষেকের গাড়িতে হামলা হলো বা থানার বাইরে বিজেপির লোকেরা জমায়েত করল, তখন কোভিড বিধি কোথায় ছিল? কোভিড বিধি কী বেছে বেছে হয় নাকি? তাদের গ্রেফতার করা হল না কেন? আসলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে।”

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version