ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩১৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৪,৮৪৩.৯৮ (⬆️ ০.৫৮%)

🔹নিফটি ১৬,৩৬৪.৪০(⬆️ ০.৫০%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। ৫৪ হাজারের গণ্ডি পারিয়ে রেকর্ড গড়ার পর মাঝে কিছুটা ধাক্কা খেলেও সে ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বৃহস্পতিবার এক ধাক্কায় ৩১৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৮২ পয়েন্ট।

আরও পড়ুন:টিকার শংসাপত্রে মোদির ছবি কেন? প্রশ্ন তুলে সরব মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে অতীতের ধাক্কা সামলে ৩১৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩১৮.০৫ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৮৪৩.৯৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৮২.১৫ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,৩৬৪.৪০।

advt 19

 

Previous articleটিকার শংসাপত্রে মোদির ছবি কেন? প্রশ্ন তুলে সরব মুখ্যমন্ত্রী
Next article“সচিনের কিছু হলে জ‍্যান্ত পুড়িয়ে মারত আমাকে” : শোয়েব আখতার