গুয়াহাটি সারদা মামলায় জামিন পেলেন দেবযানী

কলকাতা হাইকোর্ট থেকে সারদার ( saradha) একটি মামলায় জামিন পাওয়ার এবার সারদার গুয়াহাটি মামলায় জামিন পেলেন সংস্থার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়।( Debjani Mukherjee)। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী এ খবর জানিয়ে বলেন,” আদালত ইডি এবং আমাদের তরফের সওয়াল শোনার পর জামিন মঞ্জুর করেছেন।”

আরও পড়ুন:অতিমারিতে উপনির্বাচন করার ক্ষেত্রে মত কী? রাজনৈতিক দলগুলির কাছে প্রশ্ন কমিশনের

advt 19