Thursday, December 18, 2025

তপ্ত ত্রিপুরা: তৃণমূল কর্মীদের বাড়িতে পুলিশের তাণ্ডব, টুইটে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

বিরোধীদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ থামছে না ত্রিপুরাতে(Tripura)। বুধবার অভিষেক সহ ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করার পর এবার রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের(TMC worker) বাড়িতে তান্ডব চালাল পুলিশ। বুধবার মাঝরাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও দেবাংশু ভট্টাচার্য গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ(police)। এই ঘটনায় ত্রিপুরার বিজেপি নিয়ন্ত্রিত পুলিশের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

আরও পড়ুন:মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রচারে এবার বিজেপি! প্রকল্পের লিফলেট বিলি কাউন্সিলরের

জানা গিয়েছে, গভীর রাতে বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্যের গাড়ির চালক সুরজিত সূত্রধরকে গ্রেফতার করা হয়। টিমের নেতৃত্বে ছিলেন আমবাসা থানার এসআই সুবীর সাহা। পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে তুলে আনে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে সরব হয়ে টুইটে কুণাল ঘোষ লেখেন, “Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা। ভয় পেয়েছে বিজেপি।”

এর পাশাপাশি একটি ভিডিও পোস্ট করে টুইটে তিনি আরও লেখেন, ” রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না। হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি।”

উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরায় আমবাসায় বিজেপির দ্বারা আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জনকে গ্রেফতার করেছিল খোয়াই থানার পুলিশ। ধৃতদের ছাড়াতে সেদিনই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের বাদানুবাদ চলে। এই মামলায় আদালতের তরফে ১৪ জনকে জামিন দেওয়া হলে ত্রিপুরা পুলিশ সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেছে বেছে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার অভিযোগ উঠল ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে।

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...