Friday, November 14, 2025

তপ্ত ত্রিপুরা: তৃণমূল কর্মীদের বাড়িতে পুলিশের তাণ্ডব, টুইটে তীব্র আক্রমণ কুণালের

Date:

বিরোধীদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ থামছে না ত্রিপুরাতে(Tripura)। বুধবার অভিষেক সহ ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করার পর এবার রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের(TMC worker) বাড়িতে তান্ডব চালাল পুলিশ। বুধবার মাঝরাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও দেবাংশু ভট্টাচার্য গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ(police)। এই ঘটনায় ত্রিপুরার বিজেপি নিয়ন্ত্রিত পুলিশের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

আরও পড়ুন:মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রচারে এবার বিজেপি! প্রকল্পের লিফলেট বিলি কাউন্সিলরের

জানা গিয়েছে, গভীর রাতে বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্যের গাড়ির চালক সুরজিত সূত্রধরকে গ্রেফতার করা হয়। টিমের নেতৃত্বে ছিলেন আমবাসা থানার এসআই সুবীর সাহা। পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে তুলে আনে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে সরব হয়ে টুইটে কুণাল ঘোষ লেখেন, “Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা। ভয় পেয়েছে বিজেপি।”

এর পাশাপাশি একটি ভিডিও পোস্ট করে টুইটে তিনি আরও লেখেন, ” রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না। হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি।”

উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরায় আমবাসায় বিজেপির দ্বারা আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জনকে গ্রেফতার করেছিল খোয়াই থানার পুলিশ। ধৃতদের ছাড়াতে সেদিনই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের বাদানুবাদ চলে। এই মামলায় আদালতের তরফে ১৪ জনকে জামিন দেওয়া হলে ত্রিপুরা পুলিশ সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেছে বেছে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার অভিযোগ উঠল ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে।

 

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version