Thursday, August 28, 2025

স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি নাশকতার ছক, কন্ট্রোল রুম তৈরি করছে পাক মদতকারী জঙ্গি গোষ্ঠী

Date:

স্বাধীনতা দিবসের আগেই বড়সড় হামলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। শুধু তাই নয়  পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে নতুন কন্ট্রোল রুম তৈরি করেছে এবং জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য নতুন পথ খোঁজার কাজ চলছে। গোপন সূত্রে খবর পেয়ে এমনটাই জানিয়েছে গোয়েন্দারা।

আরও পড়ুন:অতিমারিতে উপনির্বাচন করার ক্ষেত্রে মত কী? রাজনৈতিক দলগুলির কাছে প্রশ্ন কমিশনের

গোয়েন্দা সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে নতুন করে বড় সন্ত্রাসবাদের জাল ছড়াচ্ছে পাকিস্তান। গত এক মাসের বেশি সময় ধরে জঙ্গি নাশকতা ও ড্রোনের উপর নজর রেখে এমনটা আগেই জানিয়েছে গোয়েন্দারা। এবার স্বাধীনতা দিবসের আগেই নাশকতার খবর দিল গোয়েন্দারা। শুধু তাই নয় স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীরে হামলা চালানোর জন্য সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সমন্বয় গড়ে তুলছে।

গোপন সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে ফের একবার উত্তপ্ত হয়ে উঠতে পারে উপত্যকা । এইনিয়ে সন্ত্রাসবাদী সংগঠনের সিনিয়র কর্মীদের মধ্যে একটি বৈঠক হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে ও মুজফফরাবাদের নতুন লস্কর অফিসে বৈঠক করেছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আল-বদরের মতো জঙ্গি সংগঠনগুলি। সূত্রের খবর, এই বৈঠকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ নিয়ে ও সমন্বিত সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছে এবং নতুন অনুপ্রবেশের পথ তৈরি হয়েছে। এই খবর পাওয়ার পরেই আরও সতর্ক হয়েছে উপত্যকার জওয়ানরা।

গোয়েন্দারা আরও জানিয়েছেন, আইএসআই পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছে এবং ১৫ আগস্টের আগে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর জন্য নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করছে। বড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে এই তথ্য সামনে আসার পরেই ভারতীয় নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী এলাকা এবং সেই সঙ্গে গোটা উপত্যকায় সতর্কতা জারি করেছে।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version