Thursday, August 21, 2025

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ কারচুপি এড়াতে ইউনিক নম্বর: কী ভাবে আবেদন? জানালেন মমতা

Date:

16 অগাস্ট থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানান, প্রথমবার এই কর্মসূচি অত্যন্ত সফল হয়। 99% মানুষ পরিষেবা পেয়েছেন। এদিন সাংবাদিক বৈঠক থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও রাজ্যবাসীকে সচেতন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্প নিয়ে কোনওরকম কারচুপি এড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি নাশকতার ছক, কন্ট্রোল রুম তৈরি করছে পাক মদতকারী জঙ্গি গোষ্ঠী

মুখ্যমন্ত্রী জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র জন্য দুয়ারে সরকারেই ফর্ম পাওয়া যাবে।
•বিনামূল্যে ফর্ম (Form) পাওয়া যাবে।
•ফর্ম ডুপ্লিকেট (Duplicate) করা যাবে না।
•অন্য ফর্ম জমা নেওয়া যাবে না।
•ফর্মে ইউনিক নম্বর থাকবে।
•বাইরে থেকে যদি কেউ ফর্ম জোগাড় করে তা গ্রহণ করা হবে না।
•২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা সুবিধা পাবেন।
•আবেদনপত্রটি পূরণ করে ক্যাম্পেই জমা দিতে হবে।
•ফর্ম পাওয়া যাবে দুয়ারে সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে টাকা নেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। এই নিয়ে কোনোরকম জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুয়ারে সরকার প্রথম ধাপের সাফল্যের পর এবার ১৬ থেকে 31 অগাস্ট হবে এই কর্মসূচি। তবে, যেখানে জল জমে আছে, সেখানে পরে হবে। ১৮টি প্রকল্পের ফর্ম দেওয়া হবে। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর সব নথি খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই সমস্ত প্রকল্পে নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানানো যাবে। *অভিযোগ জানানোর নম্বর*
*1070/22143526*

এছাড়া বাংলা সহায়তা কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহরম ২০ অগাস্ট হচ্ছে বলে কেন্দ্র ঘোষণা করছে। রাজ্যেও ২০ তারিখ ছুটি দেওয়া হয়েছে।

এ মাসেই 63 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে ছাড়া হয়েছে। আরও মানবিক কারণে 73জনকেও ছাড়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এঁদের সবারই বয়স 55 উর্ধ্বে। তাঁদের মধ্যে 66 জন মহিলা রয়েছেন।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version