Wednesday, August 27, 2025

স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি নাশকতার ছক, কন্ট্রোল রুম তৈরি করছে পাক মদতকারী জঙ্গি গোষ্ঠী

Date:

স্বাধীনতা দিবসের আগেই বড়সড় হামলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। শুধু তাই নয়  পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে নতুন কন্ট্রোল রুম তৈরি করেছে এবং জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য নতুন পথ খোঁজার কাজ চলছে। গোপন সূত্রে খবর পেয়ে এমনটাই জানিয়েছে গোয়েন্দারা।

আরও পড়ুন:অতিমারিতে উপনির্বাচন করার ক্ষেত্রে মত কী? রাজনৈতিক দলগুলির কাছে প্রশ্ন কমিশনের

গোয়েন্দা সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে নতুন করে বড় সন্ত্রাসবাদের জাল ছড়াচ্ছে পাকিস্তান। গত এক মাসের বেশি সময় ধরে জঙ্গি নাশকতা ও ড্রোনের উপর নজর রেখে এমনটা আগেই জানিয়েছে গোয়েন্দারা। এবার স্বাধীনতা দিবসের আগেই নাশকতার খবর দিল গোয়েন্দারা। শুধু তাই নয় স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীরে হামলা চালানোর জন্য সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সমন্বয় গড়ে তুলছে।

গোপন সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে ফের একবার উত্তপ্ত হয়ে উঠতে পারে উপত্যকা । এইনিয়ে সন্ত্রাসবাদী সংগঠনের সিনিয়র কর্মীদের মধ্যে একটি বৈঠক হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে ও মুজফফরাবাদের নতুন লস্কর অফিসে বৈঠক করেছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আল-বদরের মতো জঙ্গি সংগঠনগুলি। সূত্রের খবর, এই বৈঠকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ নিয়ে ও সমন্বিত সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছে এবং নতুন অনুপ্রবেশের পথ তৈরি হয়েছে। এই খবর পাওয়ার পরেই আরও সতর্ক হয়েছে উপত্যকার জওয়ানরা।

গোয়েন্দারা আরও জানিয়েছেন, আইএসআই পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছে এবং ১৫ আগস্টের আগে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর জন্য নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করছে। বড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে এই তথ্য সামনে আসার পরেই ভারতীয় নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী এলাকা এবং সেই সঙ্গে গোটা উপত্যকায় সতর্কতা জারি করেছে।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version